Personal Finance 2023: How you can beat recession phase in share market dgtl
Personal Finance 2023
মন্দার ভয়ে কাঁপছে বিশ্ব, আপনি কি তৈরি?
ঋণপত্রের বাজারেও দামের ওঠা পড়া চলতে থাকে কারণ সুদের হারের ওঠা পড়া। তাই উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। ঝুলিতে যদি ভাল শেয়ার থাকে ধরে রাখুন। খারাপ শেয়ার বেচে দিন।
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ১৭:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
ভারতের বৃদ্ধির হার পড়ছে। ২০২৩ নিয়ে আগে যা ভাবা হয়েছিল তার থেকে আরও কমার সম্ভাবনা মেনে নিয়েছে রিজার্ভ ব্যাঙ্কও। শুধু ভারত নিয়ে মন্দার আশঙ্কা গোটা বিশ্বের প্রায় সব বাজারেই। তুলনায় ভারতের হাল ভাল হলেও বৃদ্ধির হার কমার আশঙ্কা মানেই কিন্তু সমস্যা।
০২১০
কী হবে বৃদ্ধির হার কমলে? আর বৃদ্ধির হার কমা মানেই আমাদের ব্যক্তি জীবনেও কিন্তু নানান অনিশ্চয়তার চাপ। বাজারে চাকরির সমস্যা, বেকারের সংখ্যা বৃদ্ধি, সুদের হার নিয়ে অনিশ্চয়তা, বিশ্ব রাজনীতিতে সমস্যা বাড়া আর আরও অনেক কিছু যা আমরা খুব কঠিন ভাবে ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছি আর চাইছি আর যেন তা দেখতে না হয়।
০৩১০
কিন্তু চাইলেই তো এড়ানো যায় না। তাই নিজের সঞ্চয়ের ঝুলি নেড়ে চেড়ে দেখে নিন। কী করবেন না এই অবস্থায়?
০৪১০
মন্দা বা বাজারে ডামাডোলের মধ্যে কিন্তু চঞ্চল হলে চলবে না। ছোটবেলা থেকে জীবন যাপনে মতি স্থির রাখার কথা শুনে আমরা বড় হয়ছি। সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। মনে রাখবেন জীবনে যেমন খারাপ সময় চিরকাল থাকে না, তেমনই সঞ্চয়ের বাজারেও খারাপ সময় চিরকাল থাকে না। চ্যালেঞ্জ হল মাথা ভাসিয়ে রাখা। ক্ষতি এড়ানো।
০৫১০
তাই দেখে নিন আপনার ঝুলিতে এমন কোনও কোম্পানির শেয়ার আছে কিনা যার ঋণের বোঝা বিশাল। মন্দায় কিন্তু ঋণ- ভারি সংস্থার ডোবার সম্ভাবনা সব থেকে বেশি।
০৬১০
এমন কোনও কোম্পানির, যেমন গাড়ি বা জামা কাপড় তৈরির সংস্থা, শেয়ার আছে কি যাদের বিক্রি বাজারের ওঠা নামার সঙ্গে তাল মিলিয়ে প্রায় একই ভাবে ওঠা পড়া করে? মন্দায় মার খাওয়ার তালিকায় কিন্তু এরা থাকে সব থেকে ওপরে। এক কথায় এড়িয়ে চলুন সেই সব সংস্থা মন্দায় যাদের মার খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
০৭১০
মাথা ঠান্ডা রাখুন। মন্দায় সব থেকে বেশি ক্ষতি হয় তাঁদের যাঁরা মাথা ঠান্ডা রাখতে পারেন না। অনেকের কাছে মন্দা কিন্তু বিনিয়োগের সুযোগ। এই সময় বাজার পড়লে ভাল শেয়ারেরও দাম পড়ে। আর যাঁরা মাথা ঠান্ডা রাখতে পারেন তাঁরা কিন্তু এই সময় কেনেন।
০৮১০
ঋণপত্রের বাজারেও দামের ওঠা পড়া চলতে থাকে কারণ সুদের হারের ওঠা পড়া। তাই উপদেষ্টার সঙ্গে পরামর্শ করুন। ঝুলিতে ভাল শেয়ার থাকলে ধরে রাখুন। খারাপ শেয়ার বেচে দিন।
০৯১০
মন্দাকে বিপদ হিসাবে না দেখে সুযোগ হিসাবে ভাবুন। ভাল শেয়ারের দিকে নজর রাখুন আর ঝুলিতে ভরুন। বড় সংস্থার শেয়ার তুলুন।
১০১০
মাথায় রাখুন বিশেষজ্ঞরা কিন্তু ভারতের বাজারের ভবিষ্যত নিয়ে খুব আশাবাদী। তাই সেই সব ফান্ডে ভরসা রাখুন যারা আপনার টাকা আপনার হয়ে বড় সংস্থায় বিনিয়োগ করে।