Know the fixed deposit interest rates of different banks dgtl
Fixed Deposit
এসবিআই, অ্যাক্সিস, পিএনবি... স্থায়ী আমানতে কোন ব্যাঙ্ক বেশি সুদ দিচ্ছে দেখে নিন
উপার্জনের টাকা যদি ঝুঁকিহীন ভাবে সঞ্চয় করতে চান তা হলে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের স্থায়ী আমানত।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২১ ১০:৩৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
উপার্জনের টাকা যদি ঝুঁকিহীন ভাবে সঞ্চয় করতে চান তা হলে সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের স্থায়ী আমানত। এমনটাই মনে করেন বেশির ভাগ সাধারণ মানুষই।
০২১৫
মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারের মতো এই ক্ষেত্রে সঞ্চয় নিয়ে কোনও দুশ্চিন্তা করতে হবে না। প্রতি বছরে সঞ্চিত টাকার উপরে একটি নির্দিষ্ট পরিমাণ সুদ আপনি ঠিকই পেয়ে যাবেন।
০৩১৫
তাই এখনও অনেক মানুষই আকস্মিক বেশি পরিমাণ লাভের পিছনে না ছুটে ব্যাঙ্কের স্থায়ী আমানতেই টাকা জমান। আমানতকারীর বয়স ৬০ বছরের বেশি হলে ব্যাঙ্ক কিছুটা বেশি সুদও দিয়ে থাকে। স্থায়ী আমানতে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে দেখে নিন।
০৪১৫
প্রথমেই আসা যাক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কথায়। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত এই ব্যাঙ্কে কেউ স্থায়ী আমানতে টাকা জমালে সুদ পাবেন বছরে ২.৯ থেকে ৫.৪ শতাংশ পর্যন্ত।
০৫১৫
ওই সময়ের জন্য প্রবীণ আমানতকারীরা পাবেন এর চেয়ে একটু বেশি। জমানো টাকার উপর তাঁদের ৩.৪ থেকে ৬.২ শতাংশ সুদ দেবে এসবিআই।
০৬১৫
৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে আইসিআইসিআই ব্যাঙ্কের সুদের হার ২.৫ থেকে ৫.৫ শতাংশ।
০৭১৫
প্রবীণ আমানতকারীদের ক্ষেত্রে এই একই সময়ের জন্য সঞ্চিত টাকাতে এই ব্যাঙ্ক সুদ দেবে ৩ শতাংশ থেকে ৬.৩ শতাংশ।
০৮১৫
একই পরিমাণ সুদ দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কও। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ব্যাঙ্কের সুদের হার ২.৫ থেকে ৫.৫ শতাংশ।
০৯১৫
প্রবীণ আমানতকারীদের থেকে সুদের হার আবার প্রতিদ্বন্দ্বী ব্যাঙ্ক আইসিআইসিআই-এর থেকে কিছুটা কম। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ।
১০১৫
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ওই একই সময়ের জন্য এই ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার ৩ শতাংশ থেকে ৫.৩ শতাংশ।
১১১৫
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রবীণদের জমানো আমানতের উপরে সুদ দেওয়া হচ্ছে ৩.৭৫ শতাংশ থেকে ৫.৮ শতাংশ।
১২১৫
কানাড়া ব্যাঙ্কে আবার ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে সুদের হার ২.৯৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ রেখেছে।
১৩১৫
প্রবীণ আমানতকারীদের জন্য কানাড়া ব্যাঙ্ক সুদ দিচ্ছে ২.৯৫ শতাংশ থেকে ৬ শতাংশ।
১৪১৫
এইচডিএফসি, আইসিআইসিআই-এর ব্যাঙ্কগুলির সঙ্গে এক সারিতে নাম আসে অ্যাক্সিস ব্যাঙ্কের। ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে অ্যাক্সিস ব্যাঙ্কের সুদের হার ২.৫ থেকে ৫.৫ শতাংশ।
১৫১৫
প্রবীণ আমানতকারীরা ওই সময়সীমায় অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে সুদ পান ২.৫ শতাংশ থেকে ৬ শতাংশ।