নতুন আর্থিক বছর আসছে। আয়কর বাঁচানোর কথা সকলেই ভাবছেন। এ ব্যাপারে এই ১০টি ট্যাক্স সেভার ফান্ডের কথা বিবেচনা করে দেখতে পারেন। চোখ বুলিয়ে নিন।
কোয়ান্ট ট্যাক্স প্ল্যান। এর ক্রিসিল রেটিং ৩ স্টার এবং গত ৩ বছরে বৃদ্ধির হার ১৯.৯৩ শতাংশ।
কানাড়া রোবেকো ইক্যুইটি ট্যাক্স সেভার ফান্ডের ক্রিসিল রেটিং ৫ স্টার। এর গত ৩ বছরে বৃদ্ধির হার ১৭.৪৯ শতাংশ।
ক্রিসিল রেটিংয়ে ৫ স্টার পেয়েছে বিওআই এএক্সএ ট্যাক্স অ্যাডভান্টেজ ফান্ড। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১১.৮৩ শতাংশ।
জেএম ট্যাক্স গেইন ফান্ড-এরও ক্রিসিল রেটিং ৫ স্টার। বৃদ্ধির হার গত ৩ বছরে ১২.৯৮ শতাংশ।
ইউটিআই লংটার্ম ইক্যুইটি ফান্ড ক্রিসিল রেটিংয়ে পেয়েছে ৪ স্টার। ১১.৬৬ শতাংশ হল এর গত ৩ বছরে বৃদ্ধির হার।
ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে অ্যাক্সিস লংটার্ম ইক্যুইটি ফান্ড-ও। গত ৩ বছরে যার বৃদ্ধির হার ১৪.৮১ শতাংশ।
ইউনিয়ন লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১২.৪০ শতাংশ।
মিরে অ্যাসেট ট্যাক্স সেভার ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে এর বৃদ্ধির হার ১৬.৪২ শতাংশ।
ক্রিসিল রেটিংয়ে ৪ স্টার পেয়েছে কোটাক ট্যাক্স সেভার স্কিম-ও। গত ৩ বছরে যার বৃদ্ধির হার ১২.৯৭ শতাংশ।
বিএনপি পরিবাস লংটার্ম ইক্যুইটি ফান্ড-এর ক্রিসিল রেটিং ৪ স্টার। গত ৩ বছরে বৃদ্ধির হার ১১.৯৩ শতাংশ।
Or
Re-send email
Cancel
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy
Please enter the One Time Password, that we have sent on Change
Help us know you more by sharing some additional information
Gender