Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Presents
Pension Scheme

ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম কী ভাবে বয়স্কদের সাহায্য করছে?

গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা।

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

চিত্র: সংগৃহীত (প্রতীকী চিত্র)

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৭
Share: Save:

‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রাম’ (এনএসএপি) একটি কল্যাণমূলক কর্মসূচি, যা পরিচালনা করে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক। গ্রামাঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও এই কর্মসূচির বাস্তবায়ন করা হচ্ছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অধীনে ‘ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী প্রবীণদের আর্থিক সহায়তা নিশ্চিত করছে। এর জন্য ভারত সরকারের ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য পেনশন স্কিম বাস্তবায়ন করছে তারা।

যাঁরা জীবিকা নির্বাহ করতে অক্ষম, তাঁদের জন্য প্রকল্পটি কার্যকর করা হয়েছে। যাঁদের নিজের আয়ের উৎস থেকে বা পরিবারের সদস্যদের বা অন্যান্য উৎস থেকে আর্থিক সহায়তার মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ খুব কম বা নেই বললেই চলে, এমন প্রবীণদের ক্ষেত্রে এই স্কিমটি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে।

কারা কারা এই স্কিমের সুবিধা পেতে পারেন?

আবেদনকারীর বয়স ৬০ বছরের বেশি হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই দারিদ্র্যসীমার নীচে থাকতে হবে।

স্কিমের অধীনে, ৬০-৬৪ বছর বয়সী দারিদ্র্যসীমার নিচে থাকা ব্যক্তিরা ২০০ টাকার মাসিক পেনশন পাবেন। ৬০-৭৯ বছর বয়সীরা ৬০০ টাকা মাসিক পেনশন পাবেন।

কী ভাবে আবেদন করতে হবে?

আবেদনকারীকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র-সহ আবেদনপত্র জমা দিতে হবে গ্রাম পঞ্চায়েত/জনপদ পঞ্চায়েত, নগর নিগম/নগর পঞ্চায়েত/নগর পরিষদের অফিসে।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

অন্য বিষয়গুলি:

IGNOAPS Indira Gandhi National Old Age Pension Scheme Pension
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy