Advertisement
০৬ জুলাই ২০২৪
Presents
First Time In Mutual Funds

মিউচুয়াল ফান্ডে হাতেখড়ি! কোন পথে দিশা মিলবে? জানা যাবে ওয়েবিনারে

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মাথায় রাখা প্রয়োজন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কী কী পদ্ধতিতে বিনিয়োগ করবেন? কোন পথে হাঁটবেন?

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৪ ১৮:৩৭
Share: Save:

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষের ধারণা আগের চেয়ে এখন অনেক বদলেছে। বিনিয়োগ সম্পর্কিত আর্থিক ঝুঁকি থাকলেও মিউচুয়াল ফান্ডের সুবিধাগুলি নিয়েও মানুষ এখন বেশ অবগত। কিন্তু এখনও অনেকেই বিনিয়োগ করতে ভয় পান। বিনিয়োগের মাধ্যমে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার একটি দুর্দান্ত বিকল্প হয়ে উঠেছে এই মিউচুয়াল ফান্ড। দেশের একাধিক মিউচুয়াল ফান্ড বর্তমানে খুব ভাল ফল দিয়েছে। ২০২৩ সালেও এক বছরের মেয়াদে একাধিক মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের খুব ভাল মুনাফা প্রদান করেছে।

ইতিমধ্যেই ২০২৪ সালের প্রথম ছ’মাস শেষ হয়ে গিয়েছে। এই সময়েও একাধিক মিউচুয়াল ফান্ড দুর্দান্ত পারফর্মকারী হিসাবে বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড সম্পর্কে মানুষের বিশ্বাসও বেড়েছে। মিউচুয়াল ফান্ড থেকে আসা লাভের অঙ্ক বেশির ভাগ সাধারণ বিনিয়োগকারীর জীবনে আর্থিক স্বচ্ছলতা নিয়ে আসতে পারে।

তবে বিনিয়োগের আগে কয়েকটি জিনিস মাথায় রাখা উচিত। মিউচুয়াল ফান্ডে কয়েক লক্ষ টাকা বিনিয়োগ থাকলে বাজারের মাত্র ১ শতাংশ ওঠা বা নামায় লাভ বা ক্ষতির অঙ্ক কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে কেউ যদি ১০/১৫ বছর ধরে মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগ করেন, তবে তাঁর ক্ষেত্রে ওই ক্ষতির পরিমাণ সাধারণত তেমন বেশি হয় না। তাই প্রথমেই বুঝতে হবে মিউচুয়াল ফান্ডে থাকা অর্থ কখন তুলে নিতে হবে।

তবে শুধু এই ক'টি বিষয়ই নয়। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে মাথায় রাখা প্রয়োজন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কী কী পদ্ধতিতে বিনিয়োগ করবেন? কোন পথে হাঁটবেন? এই সম্পর্কে বিস্তারিত জানতে আনন্দবাজার অনলাইন বন্ধন মিউচুয়াল ফান্ডের সহযোগিতায় আগামী ৫ জুলাই একটি ওয়েবিনার আয়োজন করতে চলেছে। যেখানে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় থাকবেন বন্ধন মিউচুয়াল ফান্ড বিভাগের প্রোডাক্ট হেড শীর্ষেন্দু বসু। তাই মিউচুয়াল ফান্ডের বিষয়ে আগ্রহ থাকলে আপনিও চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের ‘টাকা টক্‌’-এর পাতায়। ওয়েবিনার শুরু হবে দুপুর ১টায়।

আপনারও যদি মিউচুয়াল ফান্ড নিয়ে কোনও প্রশ্ন থাকে, তা হলে সেই প্রশ্ন আগে থেকেই আমাদের পাঠাতে পারেন।

এই প্রতিবেদনটি ‘টাকা টক্‌’ ফিচারের অংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mutual Fund Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE