Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Whatsapp

অসংখ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে বিরক্ত? জেনে নিন সব গ্রুপে অ্যাড না হওয়ার উপায়

কতগুলি নির্দেশিকা মেনে চললে নিমেষেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তি।

হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মিলবে মুক্তি। গ্রাফিক- তিয়াসা দাস।

হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মিলবে মুক্তি। গ্রাফিক- তিয়াসা দাস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০১৯ ১৬:১৮
Share: Save:

বর্তমান যুগে যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম হোয়াটসঅ্যাপ। লক্ষ লক্ষ মানুষ তাদের দৈনন্দিন জীবনে চেনা পরিচিতদের সঙ্গে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে বার্তা পাঠিয়ে থাকেন। কিন্তু একাধিক অযাচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওই গ্রুপ থেকে আসা প্রচুর মেসেজ বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। এ বার খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

এ বার আপনি কতগুলি নির্দেশিকা মেনে চললে নিমেষেই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া থেকে মুক্তি। কী সেই নির্দেশিকা দেখে নেওয়া যাক:

ফোনের হোয়াটসঅ্যাপে যান। সেখানে সেটিংস্‌ থেকে অ্যাকাউন্ট ট্যাবটিতে যান।

আরও পড়ুন: এ বার আপনার বিরুদ্ধে মামলাও করতে পারে হোয়াটসঅ্যাপ!

অ্যাকাউন্ট ট্যাবটিতে যাওয়ার পর সেখানে প্রাইভেসি বলে একটি অপশন থাকবে, সেটায় গিয়ে ক্লিক করুন। এই প্রাইভেসির মধ্যেই আপনি পেয়ে যাবেন 'গ্রুপ'। গ্রুপের মধ্যে ‘এভরিওয়ান’, ‘মাই কন্ট্যাক্ট’ এবং ‘নোবডি’ বলে তিনটি অপশন আপনি পাবেন। ওই তিনটি অপশনের মধ্যে আপনি কী ভাবে নিজে গ্রুপে অ্যাড হতে চান সেই অপশনটি বেছে নিতে পারবেন। যদি আপনি ‘নোবডি’ অপশনটি বেছে নেন, তা হলে গ্রুপের অ্যাডমিন আপনাকে গ্রুপে অ্যাড করার জন্য একটি ব্যক্তিগত আমন্ত্রণ পাঠাবে। আপনি যদি অ্যাড না হতে চান, তা হলে আপনি সেই আমন্ত্রণটি প্রত্যাখ্যান করতে পারেন।

আরও পড়ুন: ইসরো মহাকাশে ঘোরাবে আপনাকেও

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE