নিয়মভঙ্গকারিদের বোঝাচ্ছেন 'যমরাজ'। ছবি: টুইটার থেকে নেওয়া।
রাস্তায় বেরিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে কত মানুষের প্রাণ যায় প্রতিদিন। তাই এবার মানুষের জীবন বাঁচাতে এবং তাঁদের সতর্ক করতে মুম্বইয়ে একাধিক রেল স্টেশনে দেখা মিলল স্বয়ং ‘যমরাজ’-এর!
আসলে পথচারীদের সতর্ক করতে একটি উদ্যোগ নিয়েছে পশ্চিম রেলওয়ে ও রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। এক আরপিএফ জওয়ানকেই যমরাজের মতো করে সাজানো হয়েছে। আর তিনি গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রেল স্টেশনে।
এই যমরাজ যখনই কাউকে নিয়ম ভেঙে রেল লাইন পারাপার করতে দেখছেন, সঙ্গে সঙ্গে তাঁর কাছে পৌঁছে যাচ্ছেন। সতর্ক করছেন। কাউকে আবার কাঁধেও তুলে নিয়ে আসছেন প্ল্যাটফর্মে। বোঝাচ্ছেন, এভাবে রেল লাইন পারাপার করলে সত্যি সত্যিই তাঁকে ‘যমরাজের কাছে’ যেতে হতে পারে।
আরও পড়ুন: ভিক্ষুকের ঝোলায় মিলল নগদ ১২ হাজার, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত রয়েছে জানেন?
এই উদ্যোগ ৬ নভেম্বর শুরু হয়েছে মুম্বইয়ের অন্ধেরি ও মালাদ রেল স্টেশনে। নেটিজেনরা রেলের এই উদ্যোগের প্রশাংসা করেছেন।
আরও পড়ুন: বিএমডাব্লিউ-র দামে বিক্রি হল একটি মাত্র কাঁকড়া!
দেখুন সংবাদ সংস্থা এএনআই-এর সেই টুইট:
Mumbai: Western Railway, with Railway Protection Force (RPF), is creating an awareness among people about the dangers of trespassing & crossing railway lines. A man costumed as ‘Yamraj’ is providing safety awareness info to people & intervening to stop them from walking on tracks pic.twitter.com/0qnXsUiHHC
— ANI (@ANI) November 8, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy