পাইথন ধরছেন কেরলের মহিলা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ির পাশে গাছের গুঁড়ির খাঁজে লুকিয়ে রয়েছে বিশাল পাইথন। ২০ কেজি ওজনের সেই পাইথনকে খালি হাতে ধরেছেন ভারতীয় নৌবাহিনীর স্ত্রী। খালি হাতে পাইথন ধরার সেই ভয়ঙ্কর ভিডিয়ো বুধবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন হরিন্দর এস সিক্কা নামের এক টুইটার ব্যবহারকারী। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৪৬ হাজারেরও বেশি ইউজার।
কেরলের এর্নাকুলামের বাসিন্দা ওই মহিলার নাম বিদ্যা রাজু। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাছের নীচে ঘাসের ঝোপে লুকিয়ে থাকা পাইথনকে বের করে আনছেন তিনি। বিশালাকার ওই পাইথনের মুখের কাছে ধরে আছেন বিদ্যা। অন্য একজন পাইথনের লেজের দিকে ধরে তাঁকে সাহায্য করছেন।
ধরার পর লাল রঙের ব্যাগে সাপটিকে ভরে ব্যাগের মুখ বন্ধ করে দিলেন বিদ্যা। এই ভিডিয়ো আপলোড করে হরিন্দর নামের ওই টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘মহিলাদের কথা ছেড়ে দিন। খুব কম পুরুষেরই সাহস আছে এ ভাবে পাইথন ধরার।’
দেখুন সেই ভিডিয়ো—
20 Kg python caught alive by wife of senior Navy officer.
— Harinder S Sikka (@sikka_harinder) December 11, 2019
Leave aside women, wonder how many men can show such guts.
I love my Navy. pic.twitter.com/6XNUBvE7MU
আরও পড়ুন: ট্রাফিক আইন ভঙ্গকারীদের সামলাতে বেঙ্গালুরু পুলিশের ভরসা হয়ে উঠছে ম্যানিকুইন
আরও পড়ুন: গর্ভবতী নাবালিকাকে পুড়িয়ে মারল প্রেমিক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy