আগুনের হাত থেকে গবাদি প্রাণীদের বাচাচ্ছেন পুলিশকর্মী। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
লকডাউনে পেট্রলিং করতে বেরিয়ে ছিল তেলঙ্গানার রাজকোন্ডা পুলিশের একটি দল। পথে রামান্নাপেটের ইসকিলা গ্রামে ফাঁকা জায়গায় থাকা একটি খাটালে আগুন দেখতে পান তাঁরা। তা দেখতে পেয়েই গাড়ি থামিয়ে সেখানে যান দুই কনস্টেবল। তাঁরা গিয়ে দেখেন, যেখানে খড়ে আগুন লেগেছে তার পাশেই গাছের সঙ্গে বাঁধা কয়েকটি গরু মোষ। সঙ্গে সঙ্গে দড়ি খুলে গবাদি পশুদের মুক্ত করেন তাঁরা।
সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তেলঙ্গানা পুলিশের ডিরেক্টর জেনারেল এম মহেন্দার রেড্ডি। সেটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘প্রস্তুত থাকলে যে কোনও কাজে ঝাঁপিয়ে পড়া যায়। বিপদের সময়ও যে কোনও চ্যালেঞ্জ নেওয়া যায়।’’
জানা গিয়েছে, ওই দুই পুলিশকর্মীর নাম রবিন্দার রেড্ডি ও ইয়াদাগিরি। ওই দু’জনের প্রশংসা করেছেন রাজকোন্ডা পুলিশ কমিশনারেটের কমিশনার মহেশ এম ভাগবত। তিনি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গবাদি প্রাণীদের প্রাণ বাঁচানোর জন্য পুরস্কৃত করা হবে তাঁদের। দেখুন সেই ভিডিয়ো—
#WATCH Telangana: Two police constables, Yadagiri & Ravinder Reddy saved cattle that were stuck amid a fire that broke out in the animal shed where they were tied. The two personnel were on their way to Ramannapet Police Station when the incident took place. (21.04.2020) pic.twitter.com/3FcZHVHjNP
— ANI (@ANI) April 22, 2020
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৮৪ জন, দেশে মৃত ৭১৮
আরও পড়ুন: ডিএ বৃদ্ধি স্থগিত কেন্দ্রের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy