বাইক আটকে ছবি তুলছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
মোটর ভেহিক্যাল (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট চালু হওয়ার পর থেকেই ট্রাফিক জরিমানা নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে। রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি আটকালেই আরোহী চিন্তায় থাকেন এই বুঝি জরিমানা হল। কিন্তু মুম্বই থেকে মাদুরাই আসা এক বাইক আরোহী চমকে গেলেন যখন তামিলনাড়ুর এক চেক পোস্টে তাঁর বাইক আটকে ছবি তুলতে শুরু করলেন কর্তব্যরত পুলিশরা।
সেই ঘটনার ভিডিয়ো ‘রাইডউইথকেসি’ নামের একটি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন ওই বাইক আরোহী। তার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিএমডব্লিউ আর১২০০ জিএস মডেলের রেসিং বাইক নিয়ে মুম্বই থেকে মাদুরাই যাচ্ছিলেন ওই যুবক। তামিলনাড়ুর হাইওয়ের চেকপোস্টে তাঁর পথ আটকায় পুলিশ। কাগজপত্র দেখতে চান। কিন্তু সেই কাগজপত্র দেখায় তেমন মন ছিল না পুলিশের। বদলে ১৯ লক্ষ টাকার ওই বাইকে উঠে ছবি তুলতে শুরু করে দেন পুলিশকর্মীরা। ছবি তোলার পর্ব শেষ করার পর ওই আরোহীকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: অপহরণে ব্যর্থ হয়ে দলিত মেয়ের নাক কাটল এক দল দুষ্কৃতী
আরও পড়ুন: মধ্যপ্রদেশে উদ্ধার লাল স্যান্ড বোয়া সাপের দাম জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy