পোল ভল্টের ভারতীয় সংস্করণ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসের মতো আসরে জিমন্যাস্টদের বিভিন্ন কসরত নজর কাড়ে। সেই সব আসরে থাকে আন্তর্জাতিক মানের ব্যবস্থা। কিন্তু পঞ্জাবের এক যুবকের পোল ভল্টের ভিডিয়ো নিয়ে সম্প্রতি মেতেছেন নেটিজেনরা। যদিও তাঁর পোল ভল্টে ছিল না কোনও উচ্চমানের ব্যবস্থা। বালির উপর মই-খাটিয়া ব্যবহার করেই নিজের কেরামতি দেখিয়েছেন ওই ব্যক্তি। তা দেখে স্তম্ভিত হয়েছেন নেটিজেনরা।
‘ফিট ভারত’ নামের টুইটার হ্যান্ডল মঙ্গলবার শেয়ার করেছে সেই ভিডিয়োটি। সেটি শেয়ার করে তাঁরা লিখেছেন, ‘‘পোল ভল্টের ভারতীয় স্টাইল। এই ধরনের খেলা পঞ্জাবের গ্রামেই সম্ভব।’’ উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে এটি না করার উপদেশও দেওয়া হয়েছে সেখানে।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বালির উপর দাঁড় করানো হয়েছে মই। তার উপর দড়ি দিয়ে বাঁধা রয়েছে খাটিয়া। ছুটে এসে এক যুবক সেই খাটিয়ার উপর দিয়ে দিলেন নিখুঁত পোল ভল্ট। দেখুন সেই ভিডিয়ো—
Indian style Pole-vault......and this can happen only in village games of our Punjab😍
— Fit Bharat (@FitBharat) February 11, 2020
Note- Don’t try without proper coaching and supervision 😊#TuesdayMorning pic.twitter.com/sPQdiR5AFI
আরও পড়ুন: যুবতীর জিন্স পরার ভিডিয়ো দেখা হল ৯০ লক্ষেরও বেশি বার
আরও পড়ুন: বিকিনি পরায় মলদ্বীপে আটক বিদেশি পর্যটক!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy