মুম্বইয়ের বহুতল অট্টালিকা পরিণত হয়েছে ‘জলপ্রপাতে’। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
প্রবল বৃষ্টিতে মুম্বইয়ের রাস্তা জলমগ্ন। আর এই বৃষ্টির মধ্যেই দক্ষিণ মুম্বইয়ের এক বহুতলে তৈরি হল ‘জলপ্রপাত’। গণেশ চতুর্থীর উৎসবের মেজাজ একটু কমতেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই জলপ্রপাত। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৪০ তলা উঁচু একটি বহুতল। দক্ষিণ মুম্বইয়ের নিউ কাফ প্যারেড এলাকায় রয়েছে বিশাল এই বহুতল। নাগাড়ে বৃষ্টির সময় তার ছাদের এক পাশ থেকে জল পড়তে দেখা গিয়েছে। আর তা দেখে মনে হচ্ছে, যেন জলপ্রপাত থেকে জল পড়ছে। আর এই দৃশ্য দেখতেই ওই অট্টালিকার সামনে ভিড় জমাচ্ছেন মানুষজন।
প্রথমে মনে হয়েছিল, প্রবল বৃষ্টিতে ওই বহুতলের ছাদ থেকে জল বেয়ে নীচে পড়ছে। কিন্তু পরে জানা গিয়েছে, ওই বহুতলের ছাদে সম্প্রতি একটি বিশালাকার জলের ট্যাঙ্ক বসানো হয়েছিল। সেই জলের ট্যাঙ্কে ধরা ফাটল থেকে জল বেরিয়ে এসে এই জলপ্রপাত তৈরি করেছে। দেখুন সেই ভিডিয়ো-
Waterfalls in New Cuffe Parade! #MumbaiRains pic.twitter.com/eqPQhGf73V
— K Sudarshan (@SudarshanEMA) September 4, 2019
আরও পড়ুন: ৫৫ বছরের মহিলার পেটে ব্যথা, কন্ডোম প্রেসক্রাইব করে সাসপেন্ড চিকিৎসক!
আরও পড়ুন: মা-মেয়ের তৎপরতায় ধরা পড়ল ছিনতাইবাজ, তার পর চলল গণধোলাই! ভিডিয়ো ভাইরাল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy