চালাচ্ছিলেন লোকাল ট্রেন। কিন্তু ট্রেন চালাতে চালাতে প্রকৃতির ডাককে চেপে রাখতে পারেননি ট্রেনের মোটরম্যান। তাই মাঝপথে ট্রেন থামিয়ে নেমে পড়েন তিনি। তার পর মনের সুখে ট্রেনের সামনে দাঁড়িয়েই মূত্র ত্যাগ করেন।
বুধবার বিকালে এই ঘটনা ঘটেছে মুম্বইতে। সেখানকার উলাসনগর ও ভিঠলবাড়ি স্টেশনের মধ্যে ট্রেন থামিয়ে ওই মোটরম্যান যখন মূত্র ত্যাগ করছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন সোনু শিণ্ডে নামের এক সাংবাদিক। ট্রেনের হঠাৎ দাঁড়িয়ে পড়া দেখে প্রথমে অবাক হয়েছিলেন তিনি। তার পর সামনে যেতেই কারণটা পরিষ্কার হয় তাঁর কাছে।
ওই সাংবাদিকই গোটা ঘটনার ভিডিয়ো করেন। যা সোশ্যাল মি়ডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ঘটনা নিয়ে মুখ খুলেছেন সেন্ট্রাল রেলওয়ের এক সিনিয়র অফিসার। তিনি বলেছেন, ‘‘ভিডিয়োটি আমরা পেয়েছি। এর সত্যতা বিচার করে দেখা হচ্ছে।’’
দেখুন সেই ভিডিয়ো-
Mumbai....Motorman halts local train between two railway stops to urinate on tracks, video goes viral pic.twitter.com/D4vgBd8LJM
— Manoj Pandey (@PManoj222) July 18, 2019
আরও পড়ুন: অবিবাহিত মেয়েদের মোবাইলে নিষেধাজ্ঞা! ‘ভিন জাতে’ বিয়ে করলে জরিমানা দেড় লাখ
আরও পড়ুন: বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে স্ত্রীকে তিন তালাক দিলেন উত্তরপ্রদেশের ব্যক্তি!