প্যান্টের পিছনে মৌমাছির চাক! ছবি টুইটার ভিডিয়ো থেকে সংগৃহীত।
গাছে মৌমাছি চাক বানায়। অনেক সময় বাড়ির পরিত্যক্ত কোণে বাসা বাঁধতে দেখা যায় বোলতা বা ভিমরুলকেও। কিন্তু প্যান্টের পিছনে চাক বানিয়েছে মৌমাছি, এ রকম দৃশ্য দেখেছেন কখনও? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুর একটি টুইটের সৌজন্যে সেই দৃশ্যই এ বার প্রত্যক্ষ করল নেট দুনিয়া।
সেই অদ্ভুত ঘটনার ভিডিয়ো গত বুধবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন রিজিজু। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির প্যান্টের পিছনে চাক বেঁধে রয়েছে মৌমাছিরা। সেই মৌমাছির চাক সমেত দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি। আর তাঁর আশেপাশে থাকা লোকজন ছবি তুলতে ব্যস্ত। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন ভিডিয়োটি নাগাল্যান্ডের।
কিন্তু কী ভাবে ওই রকম অদ্ভুত জায়গায় চাক বানালো মৌমাছি? আর সেই মৌমাছিদের হাত থেকে রক্ষা পেতে ওই ব্যক্তি কী করলেন? এই সকল প্রশ্নের কোনও উত্তর পাওয়া না গেলেও এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরই ভাইরাল হয়েছে। নেটিজেনদের হরেক মন্তব্যে ভরে গিয়েছে পোস্টটি। দেখুন সেই ভিডিয়ো-
This is really a Beehive in an unlikely place. This can happen only in Nagaland!
— Kiren Rijiju (@KirenRijiju) August 21, 2019
Sources; @MmhonlumoKikon from Nagaland pic.twitter.com/fpqpD5JJku
আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষকৃত্যে গান স্যালুটে ২২ রাইফেল থেকে বেরলো না একটাও গুলি!
আরও পড়ুন: পথে উচ্চবর্ণের বাধা, দড়ি বেয়েই শ্মশানে দলিতের দেহ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy