গণ্ডার শাবক উদ্ধার করছেন বনকর্মীরা। ছবি: টুইটার থেকে নেওয়া।
অসমের বন্যায় কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের বেশির ভাগ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। প্রচুর প্রাণী মারা যাওয়ার ছবি সামনে আসছে। সরকারি কর্মীদের পাশাপাশি স্থানীয়রাও তাদেরউদ্ধারে নেমেছেন। তেমনই একটি গণ্ডার শাবককে উদ্ধারের ছবি ভাইরাল হয়েছে। জলের তোড়ে ভেসে যাচ্ছিল গণ্ডারটি। একটি ছোট নৌকা ও একটি ভেলার সাহায্যে সেটিকে জল থেকে উদ্ধার করা হয়।
পরভিন কাসওয়ান নামে একভারতীয় বন দফতরের আধিকারিক, তাঁর টুইটার হ্যান্ডলে গণ্ডার উদ্ধারের এই ভিডিয়োটি প্রকাশ করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্যার জলে পড়ে ছটফট করছে একটি বাচ্চা গণ্ডার। আর সেটিকে নৌকাতে তোলার চেষ্টা করছেন কয়েকজন। কিন্তু কিছুতেই সেটিকে বাগে আনা যাচ্ছে না। আর একটি ভেলায় করে একজন আসেন সেখানে। ভেলা ও নৌকার মাঝে এবার গণ্ডারটিকে দু’দিক থেকে ধরে তোলার চেষ্টা হয়। প্রথমে মনে হয় গণ্ডারটি ঠিক বুঝতে পারছিল না, যে তাকে উদ্ধারের চেষ্টা হচ্ছে। পরে বুঝতে পেরে শান্ত হয়ে উদ্ধার কাজে সহযোগিতা করে। নিজেই চেষ্টা করতে থাকে বেলায় ওঠার। এরই মধ্যে একজন একটি বড় টায়ারের টিউব এগিয়ে দেন।
গণ্ডারটির উদ্ধারের সম্পূর্ণ ভিডিয়োটি পাওয়া যায়নি। সম্ভবত যিনি ভিডিয়োটি রেকর্ড করছিলেন তাঁকেও উদ্ধার কাজে হাত লাগাতে হয়েছে। তাই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়নি।
আরও পড়ুন : সঙ্গীকে নিয়ে সুশির দোকানে বাসা বাঁধছিল নীল পেঙ্গুইন, তুলে নিয়ে গেল পুলিশ
আরও পড়ুন : বিমানে পা দিয়ে ভিডিয়ো স্ক্রিন স্ক্রল করছেন যাত্রী!
Some will be lucky. A team of wildlife rescuers get hold of a #Rhino calf in Kaziranga. In the time of disasters. Courtesy WA. pic.twitter.com/d2xqbK1QuG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 16, 2019
ভিডিয়োটি প্রকাশ পাওয়ার পরই প্রচুর মানুষ সেটি রিটুইট করেছেন। যে ভাবে উদ্ধার কাজ চলছে বহু মানুষের প্রশংসা পেয়েছেন বনকর্মীরা। অনেকেই অসমের বন্যা পরিস্থিতিতে বন্যপ্রাণীদের অবস্থা তুলে ধরেছেন। দেখা যাচ্ছে কোথাও উদ্ধার কাজ চলছে। কোথাও আবার অসুস্থ প্রাণীদের চিকিত্সা করা হচ্ছে।
This baby rhino in a backyard behind the bushes had to be tranquilised by our vet @samshulwildvet before it could be rescued from the water and Brough to #CWRC #Kaziranga #AssamFloods
— Wildlife Trust India (@wti_org_india) July 17, 2019
Proud of our team @wti_org_india @action4ifaw working with @kaziranga_ to #savewildlife pic.twitter.com/P4e9usdBZt
Waters receding after 95% submergence of #Kaziranga led to large mammals needing rescue. Two baby #rhinos are admitted to #CWRC. We work with @kaziranga_ and @action4ifaw to rescue, rehabilitate & send #wildlife #BackToTheWild. pic.twitter.com/EtiGxPfDa0
— Wildlife Trust India (@wti_org_india) July 17, 2019
Waters receding after 95% submergence of #Kaziranga led to large mammals needing rescue. Two baby #rhinos are admitted to #CWRC. We work with @kaziranga_ and @action4ifaw to rescue, rehabilitate & send #wildlife #BackToTheWild. pic.twitter.com/EtiGxPfDa0
— Wildlife Trust India (@wti_org_india) July 17, 2019
A good shower after being pulled out of flood waters, veterinarian to examine for injuries and a time for stablisation at the #wildliferescue centre #CWRC run by @wti_org_india and @action4ifaw with #AssamForestDepartment
— Wildlife Trust India (@wti_org_india) July 17, 2019
Life of a rescued #babyrhino #Kaziranga #AssamFloods pic.twitter.com/k8d9EjDmgi
অসমের বন্যায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন। যাঁদের মধ্যে প্রায় ৮৩ হাজার মানুষকে আশ্রয় নিতে হয়েছে ৪৯০ ত্রাণ শিবিরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy