স্রোতে ভেসে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে মানবশৃঙ্খল। ছবি টুইটার থেকে নেওয়া।
সবাই মিলে চেষ্টা করলে অসাধ্য সাধনও হয়, এই আপ্তবাক্যকেই মাথায় রেখে দুর্বার নদীতে নেমে পড়লেন ৫০ জন। আর উদ্ধার করে নিয়ে এলেন ডুবতে বসা এক ব্যক্তিকে। ইনদওরের নদীতে তলিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করতে হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে জলে নামে কয়েকজন ইনদওরবাসী।
মধ্যপ্রদেশের ইনদওরের চাঁদখেড়ি গ্রামে বন্যার জলেছোট ছোট নালা এমনকি কিছু রাস্তাও খর স্রোতা নদীর রূপ নিয়েছে। এমনই একটি স্রোতের মুখে পড়েন পেশায় দুধ ব্যবসায়ী দুই ব্যক্তি। একটি রাস্তা পার হতে গিয়ে তাঁদের এমনই খর স্রোতা জলে নামতে হয়।তাঁরা ভেবেছিলেন সাবধানে পেরিয়ে যাবেন জল। কিন্তু স্রোত এতটাই বেশি ছিল যে তাঁদের টেনে নিয়ে যায়। সেই ঘটনা দেখতে পেয়ে যান কয়েকজন স্থানীয়। খবর শুনেই ঘটনাস্থলে চলে আসেন আরও বেশ কয়েকজন।
দু’জনকে জলে ভেসে যেতে দেখে হাত গুটিয়ে বসে থাকেননি এই মানুষগুলি। বরং তাঁরা হাতে হাত মিলিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করতে নেমে পড়েন। তৈরি করেন একটি মানবশৃঙ্খল। জলে নেমে স্রোতের আড়াআড়ি দাঁড়িয়ে পড়েন। তাঁদের চেষ্টা ছিল, যাতে স্রোত দূরে ভাসিয়ে নিয়ে না যায় ওই দুই ব্যক্তিকে।মানবশৃঙ্খল তৈরি করে এক বক্তিকে উদ্ধারও করে ফেলেন তাঁরা। তবে আর এক ব্যক্তির খোঁজ মেলেনি এখনও।
আরও পড়ুন : ২২ বছরের রহস্য সমাধান করল গুগল আর্থ
আরও পড়ুন : রিয়াধের রাস্তায় শরীর-ঢাকা পোশাক ছাড়া মহিলা, হাঁ করে তাকিয়ে দেখলেন মানুষ
স্থানীয় গৌতমপুরা থানা সূত্রে জানা গিয়েছে, স্রোতের কবলে পড়া দুই ব্যক্তির একজন হলেন ভুরা খান (২৪) ও আসিক খান (২০)। আসিককে উদ্ধার করা গেলেও ভুরা খান এখনও নিখোঁজ। তাঁকে উদ্ধারে জন্য তল্লাশি চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy