কালুর সঙ্গে আদিত্যনাথ। ছবি: টুইটা থেকে নেওয়া।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোষ্য কালু ইন্টারনেট সেলিব্রিটিহয়ে উঠেছে। সম্প্রতি এই কালো রঙের ল্যাব্রাডরের কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কুকুর বরাবরই ভালবাসেন যোগী আদিত্যনাথ। এর আগে গোরক্ষপুর মন্দিরের মহন্ত থাকাকালীন তাঁর প্রিয় একটি কুকুর ছিল সেখানে। যার নাম ছিল রাজাবাবু। সেটি মারা যাওয়ার পর আদিত্যনাথের ভীষণ মন খারাপ হয়েছিল বলে জানা যায়। পরে মন্দিরের এক ভক্ত একটি কালো ল্যাব্রাডর উপহার দেন আদিত্যনাথকে। ২০১৬ সালে ডিসেম্বরে তাকে মন্দিরে আনা হয়। নাম রাখা হয় কালু। তার প্রায় তিন মাস পর ২০১৭ সালের মার্চ মাসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ।
গোরক্ষপুর নয়, যোগী আদিত্যনাথ এখন লখনউয়ের বাসিন্দা। কালু যদিও এখনও গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরেই রয়েছে। যখনই আদিত্যনাথ গোরক্ষপুরে যান, কিছুটা সময় কাটান কালুর সঙ্গে। গোরক্ষপুর মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ অফিসার দ্বারিকা তিওয়ারি জানিয়েছেন, যোগী আদিত্যনাথের ভীষণ প্রিয় কুকুর কালু। আর সেও আদিত্যনাথকে ভীষণ ভালবাসে।
আরও পড়ুন: সেনেগালের ‘আয়েশা’র হিন্দি শুনে মুগ্ধ অনুপম খের!
গোরক্ষপুরে আদিত্যনাথ গেলে, কালু তাঁকে দেখতে পেলেই ঝাঁপিয়ে চলে আসে কাছে। আদিত্যনাথও তাঁকে আদর করেন। এমনই কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে থাকে কালুর।
আরও পড়ুন: বিএমডব্লুর আগুন নেভাতে এগিয়ে এল মল ভর্তি ট্রাক, ঢেলে দিল বর্জ্য!
দেখুন কালুকে নিয়ে টুইট:
Pictures of Uttar Pradesh Chief Minister Yogi Adityanath with his pet Labrador named 'Kalu' have gone viral on social media. 'Kalu' was gifted to the CM by a temple devotee and was brought to Gorakhpur's Goraksh temple in December 2016.@myogiadityanath #TV9News pic.twitter.com/IIUlvJrNBe
— tv9gujarati (@tv9gujarati) November 25, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy