Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
Viral

কঠিন সমস্যার এমন সহজ সমাধান ভারতীয়রাই পারেন!

ধরুন রোজই পেঁয়াজ কাটতে গিয়ে আপনার চোখে জল আসে। কী করবেন ভেবে পান না, তাই চোখে জল নিয়েই পেঁয়াজ কেটে চলেন রোজ।কিন্তু এরও সমাধান বের করে ফেলেছেন এক ব্যক্তি। অনুপম খেরের পোস্টেই দেখা যাচ্ছে, এক ব্যক্তি ‘ফুল ফেস’ হেলমেট পরে পেঁয়াজ কেটে চলেছেন।

অনুপম খেরের পোস্ট থেকে নেওয়া ছবি।

অনুপম খেরের পোস্ট থেকে নেওয়া ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৩:৪২
Share: Save:

প্রতিদিন জীবনে যে সব ছোটখাটো সমস্যার মুখে পড়তে হয় তাদের কত সহজ সমাধান আমাদের হাতের কাছে রয়েছে তা ভারতীয়দের ‘উদ্ভাবনী প্রতিভা’ দেখলেই বোঝা যায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এমন সব মজার ছবি, ভিডিয়ো সামনে আসে। তেমনই কিছু ছবি নতুন করে পোস্ট করেছেন অভিনেতা অনুপম খের।

ধরুন রোজই পেঁয়াজ কাটতে গিয়ে আপনার চোখে জল আসে। কী করবেন ভেবে পান না, তাই চোখে জল নিয়েই পেঁয়াজ কেটে চলেন রোজ। কিন্তু এরও সমাধান বের করে ফেলেছেন এক ব্যক্তি। অনুপম খেরের পোস্টেই দেখা যাচ্ছে, এক ব্যক্তি ‘ফুল ফেস’ হেলমেট পরে পেঁয়াজ কেটে চলেছেন। বোঝাই যাচ্ছে পেঁয়াজের ঝাঁঝ তাঁর চোখে লাগছে না। তাই তিনিও দিব্যি চোখের জল না বার করেই পেঁয়াজ কাটতে পারছেন।

শুধু পেঁয়াজের ঝাঁঝের হাত থেকে মুক্তির উপায় নয়, এমন আরও পাঁচটি ছবি পোস্ট করেছেন অনুপম খের। সেখানে দেখা যাচ্ছে, এক স্থূলকায় ব্যক্তি একটি সরু বেঞ্চে কী ভাবে শরীরের ভারসাম্য বজায় রেখে ঘুমচ্ছেন। তিনি তাঁর বিশাল উদর,যা ওই সরু বেঞ্চে কোনও ভাবেই আঁটছে না, সেটিকে একটি কাঠের টুকরো দিয়ে ঠেকিয়ে রেখে দিবা নিদ্রা দিচ্ছেন।

আরও পড়ুন : নিনজা স্টাইলের উত্তরপত্র: সাদা খাতা জমা দিয়ে সেরা নম্বর জাপানি ছাত্রীর

আর এক ছবিতে দেখা যাচ্ছে, একটি ভাঙা দেওয়াল-ঘড়ি টাঙানো রয়েছে। যেটির আট থেকে ১২ পর্যন্ত সংখ্যাগুলি রয়েছে। বাকি গুলি ভেঙে গিয়েছে। কিন্তু তাই বলে কী চলমান ঘড়িটাকে ফেলে দেওয়া যায়? তাই সেটিকে যথাস্থানে টাঙিয়ে রেখেই বাকি,এক থেকে সাত পর্যন্ত সংখ্যাগুলি দেওয়ালেই লিখে দেওয়া হয়েছে। ফলে ঘড়ি দেখতে কোনও সমস্যাই হচ্ছে না।

আরও পড়ুন : কর্নাটকে মন্দিরের সামনে সাত মাথাওয়ালা সাপের খোলস উদ্ধার, ভিডিয়ো ভাইরাল

এছাড়াও বাথরুমে শাওয়ার ভেঙে যাওয়ার সমস্যা বা সাধারণ টিভিকে কী ভাবে দেওয়ালে ঝুলিয়ে সকলের দেখার ব্যবস্থা করা যায় বা রান্নাঘরে দুধের শিশুকে কী ভাবে বসিয়ে রেখে সহজে রান্নাবান্নার কাজ চালিয়ে যাওয়া যায়, তা ভারতীয়রাই জানেন।

দেখুন অনুমপ খেরের সেই ইনস্টাগ্রাম পোস্ট:

We Indians are supposed to be the most innovative when it comes to inventions for necessities. Here are some of the pics with great examples. You will laugh and marvel at our genius minds. There is also a word in Hindi for it. It is called #Jugaad. We are the ultimate Masters of jugaad. Enjoy.🤣😂🤓

A post shared by Anupam Kher (@anupampkher) on

অনুপম খের তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছ’টি ছবি পোস্ট করেছেন। ছবিগুলি এর আগেও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে দেখা গেলেও অনুপম খের পোস্ট করার পর সেগুলি ফের ভাইরাল হয়েছে।

অন্য বিষয়গুলি:

Viral Anupam Kher Instagram
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy