ট্রাফিক পুলিশের সাজে ম্যানিকুইন। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ট্রাফিক সমস্যার জন্য নাম রয়েছে বেঙ্গালুরুর। সেই সমস্যার সমাধানে এক অভিনব পদক্ষেপ করেছে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে দাঁড় করানো হয়েছে মানুষের মতো দেখতে ম্যানিকুইন বা পুতুল। সেই পুতুলের পরনে রয়েছে ট্রাফিক পুলিশের ইউনিফর্ম। ট্রাফিক আইন ভঙ্গকারীদের সতর্ক করতেই এই ট্রাফিক ম্যানিকুইন বসানো হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের এক শীর্ষ কর্তা।
বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তার সংযোগস্থলে ট্রাফিক ম্যানিকুইনের ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই সব ছবিতে দেখা যাচ্ছে, কোনও পথচারী রাস্তা পেরনোর সময় হাত মেলাচ্ছেন পুতুল পুলিশের সঙ্গে, তো কেউ তুলছেন সেলফি। ট্রাফিক আইন ভঙ্গকারীদের সতর্ক করতে বেঙ্গালুরু ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
বেঙ্গালুরু জয়েন্ট কমিশনার অব পুলিশ (ট্রাফিক) বিআর রবিকান্তে গৌড়া বলেছেন, ‘‘যারা ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে অভ্যস্ত তাদেরকে নিয়ন্ত্রণ করতে কাজে লেগেছে এই পদ্ধতি।’’ আগামী দিনে ম্যানিকুইনের সঙ্গে ক্যামেরা লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছে সে কথাও জানিয়েছেন তিনি।
ಕೆಂಗೇರಿ ಸಂಚಾರ ಪೊಲೀಸ್ ಠಾಣಾ ಸರಹದ್ದಿನಲ್ಲಿ ಇರುವಂತಹ ಮಧು ಜಂಕ್ಷನ್ ಬಳಿ ಸುಗಮ ಸಂಚಾರ ನಿರ್ವಹಣೆಗಾಗಿ ಪೊಲೀಸರೊಂದಿಗೆ ಮ್ಯಾನಿಕ್ವೀನ್ (ಟ್ರಾಫಿಕ್ ಪೊಲೀಸ್ ಪ್ರತಿಕೃತಿ ಗೊಂಬೆ) ನ್ನು ನಿಲ್ಲಿಸಲಾಗಿದೆ..... pic.twitter.com/7lOI4bVeUn
— KENGERI TRAFFIC BTP (@kengeritrfps) November 24, 2019
আরও পড়ুন: গর্ভবতী নাবালিকাকে পুড়িয়ে মারল প্রেমিক
আরও পড়ুন: এই মেয়েকে প্রধানমন্ত্রী করতে প্রচার করবেন স্মৃতি ইরানি!
People shaking hands with BTP mannequins @blrcitytraffic @WeAreBangalore #Bangalore #traffic #trafficpolice #mannequins #stmarksroad #bengaluru #namma pic.twitter.com/KpVHheGgty
— Rahul Sharma (@rahul_sharma83) November 28, 2019
At the junction of MG Road and Brigade Road, Bangalore traffic police have installed a mannequin dressed in uniform, sort of like an elaborate scarecrow, to ensure people obey rules and don't jump signals. pic.twitter.com/MwKKUhD3Ix
— Thejaswi Udupa (@udupendra) November 26, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy