Advertisement
১৩ জানুয়ারি ২০২৫
Assam Rifles

মণিপুরে নিরাপত্তারক্ষীদের উপর জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান

অসম রাইফেলসের ১৫ জনের দলটি মায়ানমার সীমান্ত এলাকায় টহলদারির পরে খোংটাল শিবিরে ফেরার সময় হামলা চালায় জঙ্গিরা।

মায়ানমার সীমান্তে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান— ফাইল চিত্র।

মায়ানমার সীমান্তে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২০ ১৬:০০
Share: Save:

মণিপুরে ফের নিরাপত্তাবাহিনীর উপর হামলা চালাল জঙ্গিরা। বুধবার সন্ধ্যায় চান্দেল জেলায় এই হামলার ঘটনায় আসাম রাইফেলসের তিন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজন। বৃহস্পতিবার পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। তবে মণিপুরের জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, আসাম রাইফেলসের ১৫ জনের দলটি মায়ানমার সীমান্ত এলাকায় টহলদারির পরে খোংটাল শিবিরে ফিরছিল। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ খোংটালের কাছেই জওয়ানদের লক্ষ্য করে প্রথমে আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। তার পর জঙ্গলের আড়াল থেকে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ওই প্রত্যন্ত এলাকায় হামলার খবর পেয়ে রাতেই পৌঁছয় বাড়তি বাহিনী। আহতদের চিকিৎসার জন্য ইম্ফলে আনার ব্যবস্থা করা হয়। আজ সকাল থেকে এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান।

২০১৫ সালে চান্দেল জেলাতেই ডোগরা রেজিমেন্টের কনভয়ে হামলা চালিয়েছিল এনএসসিএন (খাপলাং) জঙ্গিরা। ওই ঘটনায় ১৮ জওয়ান নিহত হয়েছিলেন। জবাবে মায়ানমারে খাপলাং গোষ্ঠীর শিবিরে ঝটিতি অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এনএসসিএন (আইএম) গোষ্ঠীর বিরুদ্ধে সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে মণিপুরের সেনাপতি জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়ে অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ উঠেছিল।

অন্য বিষয়গুলি:

Assam Rifles Manipur People's Liberation Army NSCN PLA Chandel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy