Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Sushant Singh Rajput

সুশান্ত কি আত্মহত্যা করেছিলেন? আগামী সপ্তাহে জানাবে এমস

দিল্লির এমসের যে চিকিৎসক দলটি প্রয়াত অভিনেতার ভিসেরা ফের পরীক্ষা করছে, তারা আগামী সপ্তাহে তাদের রিপোর্ট সিবিআইয়ের কাছে জমা দেবে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৬
Share: Save:

সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু মামলায় আরও দু’জনকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। মঙ্গলবার এ কথা জানিয়েছেন মুম্বইয়ে তদন্ত চালানো এনসিবির স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর এক অফিসার। এর আগে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে এনসিবি।

গতকাল যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে এক জনের নাম সূর্যদীপ মলহোত্র। তিনি রিয়ার ভাই শৌভিকের স্কুলের বন্ধু। এ ছাড়া, গত শনিবার গোয়ায় ক্রিস কোস্টা নামে এক ব্যক্তিকে আটক করেছিলেন এনসিবি-র গোয়েন্দারা। মুম্বই নিয়ে আসার পরে সোমবার তাঁকে গ্রেফতার করা হয়।

দিল্লির এমসের যে চিকিৎসক দলটি প্রয়াত অভিনেতার ভিসেরা ফের পরীক্ষা করছে, তারা আগামী সপ্তাহে তাদের রিপোর্ট সিবিআইয়ের কাছে জমা দেবে। আজ এমস সূত্রে জানানো হয়েছে, এই রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে জানানো থাকবে। ১৪ জুন সকালে বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সি অভিনেতার ঝুলন্ত দেহ মেলে। সে দিনই ময়না-তদন্ত করেন মুম্বইয়ের কুপার হাসপাতালের পাঁচ জন ডাক্তারের একটি দল। তাঁদের রিপোর্টে লেখা ছিল, ‘ঝুলন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে মৃত্যু’। সেই রিপোর্টে এই মৃত্যুকে ‘আত্মহত্যা’ই আখ্যা দিয়ে বলা হয়েছিল, ‘‘শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই।’’ মুম্বই পুলিশের তত্ত্বাবধানে হওয়া সেই ময়না-তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিহার পুলিশ। পরে সিবিআই তদন্তভার গ্রহণ করলে তারা সুশান্তের ভিসেরা ও অটপ্সি রিপোর্ট ফের পরীক্ষার জন্য পাঠায় এমসে।

আরও পড়ুন: স্ত্রী করোনা পজিটিভ হয়ে আইডিতে, কোয়রান্টিনে সূর্যকান্ত মিশ্র

সংবাদমাধ্যমে সুশান্ত-মামলার প্রচারের উপরে নিষেধাজ্ঞা জারি করতে আজ বম্বে হাইকোর্টেএকটি আবেদনের শুনানি ছিল। এই নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়ে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। আজকের আবেদনে বলা হয়েছে, ‘‘যে ভাবে কোনও রকম সামাজিক দূরত্ব বজায় না-রেখে রিয়া চক্রবর্তীর উপরে ঝাঁপিয়ে পড়েছিলেন সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা, তা সত্যিই নিন্দনীয়।’’ আবেদনে আরও বলা হয়, ‘‘সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা প্রয়োজন, কিন্তু প্রতিটি মানুষেরই ন্যায়-বিচার পাওয়ার অধিকার রয়েছে। এ ক্ষেত্রে সংবাদমাধ্যম যে ভাবে ‘বিচার’ চালিয়ে যাচ্ছে, এক জনকে ‘খুনি’, ‘সুযোগসন্ধানী’ ইত্যাদি আখ্যা দিয়ে চলেছে, তা মেনে নেওয়া যায় না।’’ এই সংক্রান্ত আরও দু’টি জনস্বার্থ মামলা বম্বে হাইকোর্টে আগেই দায়ের করা হয়েছিল। তিনটি মামলার যৌথ শুনানি আগামী ৮ অক্টোবর।

আরও পড়ুন: ৫০ লক্ষে ভারত, তবু লকডাউনের গুণগান​

এ দিনই আড়াই হাজারেরও বেশি সই নিয়ে রিয়া চক্রবর্তীর সমর্থনে একটি ‘খোলা চিঠি’ প্রকাশ করেছেন বলিউডের তারকারা। সেখানে সোনম কপূর, জ়োয়া আখতার, অনুরাগ কাশ্যপদের সই রয়েছে।

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput AIIMS Bollywood CBI Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy