মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: সংগৃহীত।
মধ্যপ্রদেশের মাফিয়াদের হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। মাফিয়ারাজ খতম করতে তাদের উদ্দেশে কড়া শিবরাজের বার্তা, “এই রাজ্যে পেশিশক্তির আস্ফালন চলবে না। মধ্যপ্রদেশ ছেড়ে চলে না গেলে ১০ ফুট গভীরে কবর দিয়ে দেব। কোনও হদিশ পাওয়া যাবে না।”
শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী স্মরণে রেখে সুশাসন দিবস পালন করেছে বিজেপি। ওই উপলক্ষে হোশাঙ্গাবাদ জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেন শিবরাজ। বলেন, “রাজ্যে পেশিশক্তি দেখিয়ে কোথাও বেআইনি ভাবে জমি দখল, কোথাও বা মাদকের ব্যবসা চলছে। এ সব বরদাস্ত করব না।”
মধ্যপ্রদেশের মাফিয়াদের বিরুদ্ধে সরকার অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, “সুশাসনের অর্থ হল, জনগণের যাতে কোনও রকম বিপত্তি না হয়। গুন্ডাদের রাজত্ব আর এখানে চলবে না। যারা গোলমাল করবে, তাদের ছাড়ব না।” সেই সঙ্গে বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছেন শিবরাজ। তাঁর সাফ মন্তব্য, “আজকাল আমি ভয়ঙ্কর মুডে রয়েছি। যারা বেআইনি কাজে লিপ্ত, তাদের ছেড়ে কথা বলব না। মধ্যপ্রদেশ ছেড়ে চলে যাও। না হলে ১০ ফুট গভীরে কবর দিয়ে দেব। কেউ তোমাদের হদিশও খুঁজে পাবে না।”
"I am in a dangerous mood nowadays. I will not spare those who are involved in illegal activities. Leave, Madhya Pradesh, otherwise, I will bury you 10 feet deep and no one will know about your whereabouts," Madhya Pradesh CM SS Chouhan at an event in Hoshangabad Dist. yesterday pic.twitter.com/YvQ7SyHGdy
— ANI (@ANI) December 26, 2020
মাফিয়াদের কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি শিবরাজের দাবি, তাঁর রাজ্যে সুশাসন রয়েছে। ফলে সাধারণ মানুষকে কোনও ঝামেলা সহ্য করতে হচ্ছে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy