চ্যালেঞ্জ: বিদরের জনসভায় রাহুল গাঁধী। সোমবার। পিটিআই
রাফাল দুর্নীতির অভিযোগে ফের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গাঁধী। পাল্টা আসরে নামল বিজেপিও। কংগ্রেস সভাপতির ধারাবাহিক আক্রমণ সামাল দিতে এ বার তাদের ঢাল ভিডিয়ো। যেখানে প্রচারের মুখ অভিনেত্রী পল্লবী জোশী। কফির কাপ হাতে ড্রইং রুমে বসে তিনি খুব সহজেই বুঝিয়ে দিলেন— রাফাল চুক্তি আসলে কী?
কর্নাটকের বিদরে আজ এক জনসভায় মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাহুল বলেন, ‘‘রাফাল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা, যত খুশি বিতর্ক হোক। বাজি রেখে বলতে পারি, আমার সামনে বসে একটাও কথা বলতে পারবেন না প্রধানমন্ত্রী। দুর্নীতি করেছেন বলেই আমার চোখে চোখে রেখে কথা বলার ক্ষমতা নেই ওঁর।’’
এর জবাবে বিজেপি সরাসরি কিছু না বললেও, পল্লবীর ২ মিনিট ১৯ সেকেন্ডের ভিডিয়োটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটি বানিয়েছেন কট্টর বিজেপি সমর্থক হিসেবে পরিচিত পল্লবীর স্বামী বিবেক অগ্নিহোত্রী। যার মোদ্দা কথা, ইউপিএ জমানায় কোনও চুক্তিই হয়নি। বরং পল্লবী যেমনটা বললেন, তাতে বিজেপি ক্ষমতায় এসেই চুক্তি করেছে ফ্রান্সের সঙ্গে। রাফাল নিয়ে দর কষাকষিতে ভারত ১২,৫০০ কোটি টাকা বাঁচিয়েছে বলেও দাবি করা হয়েছে ভিডিয়োতে। সঙ্গে বাড়তি লাভ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্প। পল্লবীকে বলতে শোনা গিয়েছে, যুদ্ধবিমানের কিছু যন্ত্রাংশ ভারতেই তৈরি হবে বলে চুক্তি পাকা করেছে এনডিএ সরকার।
এর আগে জিএসটি বুঝিয়েছিলেন পল্লবী-বিবেক। এ বার রাফাল। নেটিজেনরা বিঁধতে ছাড়েননি তাঁদের। এক জনের কথায়, ‘‘সবাই এখন সব বোঝে দেখছি। শুধু কেন্দ্রের কাছেই এই রাফাল দুর্নীতির কোনও ব্যাখ্যা নেই।’’ রাফাল নিয়ে সম্প্রতি মোদীর অস্বস্তি বাড়িয়েছেন অরুণ শৌরির মতো বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও। তাঁর কথায়, ‘‘বফর্সের চেয়েও মারাত্মক দুর্নীতি হয়েছে রাফালে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy