একজোট হয়ে থাকবেন। মুম্বইয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে জানালেন উদ্ধব ঠাকরে ও শরদ পওয়ার। ছবি: এএফপি।
মহারাষ্ট্রের রাজনৈতিক নাটক এখনই শেষ হচ্ছে না! শনিবার সাতসকালে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপির দেবেন্দ্র ফডণবীস এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে এনসিপির অজিত পওয়ারের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরেই মুম্বইয়ে উদ্ধব ঠাকরেকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করলেন শরদ পওয়ার। সেখানেই তিনি ঘোষণা করলেন, উদ্ধবের নেতৃত্বেই সরকার গড়বে তাঁদের জোট। বিজেপির কাছে যে সরকার গড়ার প্রয়োজনীয় সংখ্যা নেই, সে বিষয়েও তাঁরা নিশ্চিত বলে জানিয়েছেন শরদ।
এখানেই শেষ নয়। এ দিন দুপুরে মুম্বইয়ের ওয়াই বি চহ্বাণ সেন্টারে শিবসেনা-এনসিপির ওই যৌথ সাংবাদিক সম্মেলনে দেখা গেল, তিন জন ‘বিদ্রোহী’ এনসিপি বিধায়ককে। ওই তিন জনকেই সাতসকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে অজিত পওয়ারের সঙ্গে রাজভবনে দেখা গিয়েছিল। এনসিপি প্রধান শরদ পওয়ার এ দিন দাবি করেন, ‘‘যে ১০-১১ জন এনসিপি বিধায়ক এ দিন সকালে রাজভবনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে তিন জন বিধায়ক এখানে উপস্থিত আছেন।’’ ওই ‘বিদ্রোহী’দের মধ্যে এক জন বলেন, ‘‘অজিত পওয়ার আমাদের ঠকিয়েছেন। সকালে অজিতের থেকে ফোন পেয়েই আমরা রাজভবনে গিয়েছিলাম। তখন জানতামই না, ঠিক কী কারণে আমাদের ওখানে যেতে বলা হয়েছিল!’’
বিজেপির সঙ্গে যে এনসিপির বিধায়কেরা হাত মেলাননি সে ব্যাপারে নিশ্চিত শরদ। তিনি যখন এ দাবি করছেন, তখন তাঁকে সমর্থন করেছেন সকালে রাজভবনে যাওয়া অন্য এক এনসিপি বিধায়ক। তিনি বলেন, ‘‘সাতসকালে রাজভবনের সামনে আমাদের ৮-১০ জন বিধায়ক অজিত পওয়ারের সঙ্গে দেখা করি। পরে জানতে পারি, রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘গোটাটাই অজিত পওয়ার একাই করেছেন। এনসিপির সকলেই এখনও শিবসেনা ও কংগ্রেসের সঙ্গেই রয়েছেন।’’
আরও পড়ুন: আমরা একজোট হয়ে থাকব, আমরাই সরকার গড়ব, বললেন উদ্ধব
Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP).
— Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019
We place on record that we do not support or endorse this decision of his.
মহারাষ্ট্রে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী উদ্ধব ঠাকরেও। এ দিন তিনি বলেন, ‘‘শুধুমাত্র মহারাষ্ট্রেই নয়, সারা দেশেই এমন খেলা করছে বিজেপি। এটাকে রাজনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ছাড়া আর কী বলব! সরকার গড়ার জন্য বিধায়ক কেনাবেচাই চালিয়ে যাচ্ছে বিজেপি।’’ তবে বিজেপি যদি তাদের বিধায়কদের নিজেদের দিকে টানতে চায়, মহারাষ্ট্রের মানুষ তা মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন উদ্ধব। তাঁর কথায়, ‘‘বিজেপিকে চেষ্টা করতে দিন। মহারাষ্ট্র চুপ করে থাকবে না।’’
আরও পড়ুন: ভোররাতে ‘ওস্তাদের মার’! পওয়ারের ঘর ভাঙিয়ে মহারাষ্ট্রে রাতারাতি সরকার গড়ে ফেলল বিজেপি
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে চাই ১৪৫ জনের সমর্থন। কিন্তু এই নির্বাচনে ৫৪টি আসন জেতে এনসিপি। বিজেপি ১০৫টি আসনে জিতেছিল। অন্য দিকে, শিবসেনা ও কংগ্রেসের দখলে ছিল যথাক্রমে ৫৬টি ও ৪৪টি আসন। শরদ পওয়ারের দাবি, শুক্রবার শিবসেনা-কংগ্রেস-এনসিপি বৈঠকে উপস্থিত তাঁদের দলের বিধায়করা একটি চিঠিতে স্বাক্ষর করেন। অজিত পওয়ার সেই চিঠিই রাজ্যপালকে দেখিয়েছেন।
আরও পড়ুন: সত্যিই? কী করে হল! ঘুম ভাঙতেই স্তম্ভিত দেশ, ২৮ দিনের মহা-নাটকের ইতি হল কি?
তবে অজিত পওয়ারকে এখনই দল থেকে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। তাঁকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরানো হলেও দল থেকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শরদ। তিনি বলেন, ‘’১০-১১ জন রাজভবনে গেলেও অজিত পওয়ার ছাড়া কোনও এনসিপি বিধায়ক শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না।’’ শরদের দাবি, ‘‘শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট এখনও অক্ষুণ্ণ রয়েছে। এই দলগুলির সমস্ত নির্বাচিত বিধায়কেরাই জোটকে সমর্থন করেছেন।’’ তিনি বলেন, ‘‘যা-ই হোক না কেন, আমরা একজোট হয়ে থাকব। একজোট হয়ে থাকার জন্য যা প্রয়োজন, তা-ই করব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy