Advertisement
২০ জানুয়ারি ২০২৫
Nirbhaya Case

‘যাঁরা ঝান্ডা তুলেছিলেন তাঁরাই এখন রাজনীতি করছেন’, ফাঁসিতে বিলম্ব নিয়ে তোপ নির্ভয়ার মায়ের

দিল্লি পুলিশ তাঁদের নিয়ন্ত্রণে থাকলে দু’দিনে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হয়ে যেত বলে গতকাল মন্তব্য করেন আপ নেতা মণীশ সিসোদিয়া।

আশাদেবী। —ফাইল চিত্র।

আশাদেবী। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৪:৪৬
Share: Save:

নির্ভয়ার দোষীদের ফাঁসি দেওয়া নিয়ে রাজনৈতিক তরজায় জড়িয়েছে বিজেপি এবং আপ। তাতে এ বার ধৈর্যের বাঁধ ভাঙল নির্ভয়ার মা আশাদেবীর। তাঁর মেয়ের মৃত্যু নিয়ে কিছু লোক রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে বলে অভিযোগ তুললেন তিনি।

নির্ভয়ার দোষীদের ফাঁসি নিয়ে ঢিলেমির জন্য একে অপরকে দুষছে কেন্দ্রের বিজেপি ও দিল্লির আপ সরকার। তাতেই অসন্তোষ প্রকাশ করেন আশাদেবী। তিনি বলেন, ‘‘মেয়েকে যারা শেষ করে দিল, তাদের হাজারটা সুযোগ দেওয়া হচ্ছে। তাহলে আমাদের কি অধিকার বলে কিছু নেই?এত দিন রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করিনি। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে, এখন যাঁরা বিষয়টি নিয়ে রাজনীতি করছেন, ২০১২ সালে তাঁরাই হাতে তেরঙ্গা নিয়ে, কালো পট্টি বেঁধে রাস্তায় নেমেছিলেন। আজ আমার মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে মাঠে নেমেছেন তাঁরা।’’

দিল্লি পুলিশ তাঁদের নিয়ন্ত্রণে থাকলে দু’দিনে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হয়ে যেত বলে গতকাল মন্তব্য করেন আপ নেতা মণীশ সিসোদিয়া। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেন আশাদেবী। তিনি বলেন, ‘‘দু’দিনের জন্য দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ পেলে, দোষীদের ফাঁসি দিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন মণীশ সিসোদিয়াজি। শুনে মনে হচ্ছে, আমার মেয়ের দোহাই দিয়ে দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ হাতে পাওয়ার দাবি জানাচ্ছেন ওঁরা। নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এ ভাবে আমাদের ব্যবহার করা বন্ধ করুন। দুই দলের তরজায় আটকে ন্যয় বিচারের জন্য যুঝছি আমরা। মনে হচ্ছে, সবাই আমাদের ব্যবহার করছে।’’

সংবাদমাধ্যমের মুখোমুখি নির্ভয়ার মা।

আরও পড়ুন: মুকেশের ফাঁসি হচ্ছেই, প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি​

আরও পড়ুন: ফের পারমাণবিক অস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও পাকিস্তান​

এ দিন সকালেই মুকেশ সিংহের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে চাইলে বাকি তিন জনও ক্ষমাভিক্ষার আর্জি জানাতে পারে। সে ক্ষেত্রে ফাঁসি আরও পিছিয়ে যেতে পারে। তাতে ভেঙে পড়েছেন আশাদেবী। ২২ জানুয়ারিই দোষীদের ফাঁসি কার্যকর করতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও আর্জি জানিয়েছেন তিনি। আশাদেবী বলেন, ‘‘বহত হুয়া নারী পে বার, অব কি বার মোদী সরকার, স্লোগান দিয়ে ২০১৪-য় আপনি ক্ষমতায় এসেছিলেন মোদীজি। সাত বছর আগে দেওয়া সেই প্রতিশ্রুতি পালন করুন। প্রমাণ করুন আপনি দেশের পাহারাদার। ২২ জানুয়ারিই দোষীদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করুন।’’

অন্য বিষয়গুলি:

Nirbhaya Case Nirbhaya Capital Punishment Asha Devi AAP BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy