ফের চমক প্রধানমন্ত্রীর। —ফাইল চিত্র।
সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বদলে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হাতবদল করতে চলেছেন তিনি। টুইটারে সে কথা নিজেই জানালেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নিজের অ্যাকাউন্টগুলি এমন কিছু মহিলার হাতে তুলে দেবেন তিনি, যাঁদের জীবন এবং কাজ সকলকে অনুপ্রাণিত করে।
সোমবার রাতে আচমকাই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘‘রবিবার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা ভাবছি। (এ বিষয়ে) আপনাদের সকলকে জানাব।’’
তার পরই সর্বত্র সোশ্যাল মিডিয়া থেকে তাঁর সন্ন্যাস নেওয়ার জল্পনা শুরু হয়। কিন্তু মঙ্গলবার দুপুরে টুইট করে নিজেই ধন্দ দূর করেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, ‘‘এই নারী দিবসে আমির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি সেই সব মহিলাদের হাতে তুলে দেব, যাঁদের জীবন এবং কাজ আমাদের অনুপ্রাণিত করে। এতে লক্ষ লক্ষ মানুষের মনে প্রেরণা জাগাতে পারবেন তাঁরা। আপনি কি সেইরকমই এক জন মহিলা? অথবা সেরকম কাউকে জানেন? তাহলে আমাদের সেই লড়াইয়ের কাহিনী জানান।’’
This Women's Day, I will give away my social media accounts to women whose life & work inspire us. This will help them ignite motivation in millions.
— Narendra Modi (@narendramodi) March 3, 2020
Are you such a woman or do you know such inspiring women? Share such stories using #SheInspiresUs. pic.twitter.com/CnuvmFAKEu
প্রধানমন্ত্রীর টুইট।
আরও পড়ুন: দিল্লিতে পুলিশের দিকে পিস্তল তাক করা সেই যুবক গ্রেফতার
সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে #শিইন্সপায়ার্সআস নামের একটি প্রচারমূলক প্রকল্পের কথাও ঘোষণা করেন নরেন্দ্র মোদী। তাতে ভিডিয়ো তৈরি করে সমাজের সব ক্ষেত্রের মহিলাদের নিজের নিজের লড়াইয়ের কথা জানাতে বলা হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে এই প্রকল্প চালু থাকবে।
Dear @PMOIndia,
— Rahul Gandhi (@RahulGandhi) March 3, 2020
Quit wasting India's time playing the clown with your social media accounts, when India is facing an emergency. Focus the attention of every Indian on taking on the Corona virus challenge.
Here's how it's done..#coronavirusindia pic.twitter.com/jLZG5ISjwt
রাহুলের টুইট।
আরও পড়ুন: ‘নাগরিকত্বের প্রমাণ’ বাদ যাচ্ছে, বিতর্কের মুখে এ বার ‘ফর্ম’ বদল কল্যাণী পুরসভার
তবে এ নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর কথায়, ‘‘দেশে যখন জরুরি অবস্থা দেখা দিয়েছে, সেইসময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ে ছেলেখেলা বন্ধ করুন। তার চেয়ে করোনাভাইরাসের প্রকোপ নিয়ে যে চ্যালেঞ্জের মুখোমুখি ভারত, তার মোকাবিলা করুন।’’
নারী দিবস উপলক্ষে প্রতি বছরই কিছু না কিছু সরকারি প্রকল্প ঘোষণা করা হয়। কিন্তু গতকাল থেকে প্রধানমন্ত্রীর হাত ধরে ধীরে ধীরে মোড়ক উন্মোচনের এই কৌশলে অনেকটাই বাড়তি মনোযোগ পেল এ বারের নারী দিবস।।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy