ফাইল চিত্র।
সরাসরি ফ্রান্স-কাণ্ডের উল্লেখ করেননি। নাম উচ্চারণ করেননি পাকিস্তানেরও। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে সারা বিশ্বকে সন্ত্রাসবাদ এবং তার মদতদাতাদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাতের কেবড়িয়ায় সর্দার বল্লভভাই পটেলের জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “বেশ কিছু দিন ধরেই বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে ভাবে কিছু লোক সন্ত্রাসবাদী কার্যকলাপকে খোলাখুলি সমর্থন করছেন, তাতে তারা আজ সারা পৃথিবীর মাথাব্যথার কারণ। বর্তমান পরিস্থিতিতে দুনিয়ার সমস্ত দেশ, সব সরকারের জন্য সব থেকে বেশি জরুরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হওয়া।”
মোদীর কথায়, “ভারত আজ কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের সমস্যার ভুক্তভোগী। তার খেসারত হিসেবে এই দেশ বহু বীর সেনাকে খুইয়েছে। প্রাণ গিয়েছে অনেক নির্দোষ নাগরিকের। ভারত তবু বরাবর সন্ত্রাসবাদকে নিজের একতা এবং দৃঢ় ইচ্ছাশক্তির মাধ্যমে প্রতিহত করে এসেছে। আজ তেমনই সারা বিশ্বকে একজোট হয়ে সেই শক্তিকে হারাতে হবে, যারা সন্ত্রাসবাদের সমর্থক। যারা তাকে মদত জোগাচ্ছে। (মনে রাখতে হবে) ভারত বসুধৈব কুটুম্বকম মন্ত্রে বিশ্বাসী।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy