নয়া মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখ। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রকের টুইটার হ্যান্ডল থেকে।
দু’দিন আগেই নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করেছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। এ বার ভারতের নয়া মানচিত্র প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নতুন ওই মানচিত্র প্রকাশ করা হয়। পরে সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেওয়া হয় সেটি।
নয়া মানচিত্রে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, দিল্লি, জম্মু ও কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ এবং পুদুচেরি— এই ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল দেখানো হয়েছে। দেখানো হয়েছে বাকি ২৮টি রাজ্যও।
গত ৫ অগস্ট কেন্দ্রীয় সিদ্ধান্তের পর, ৩১ অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে জম্মু-কাশ্মীর এবং লাদাখ। শুক্রবার ওই দুই অঞ্চলের উপরাজ্যপাল হিসাবে শপথ নেন গিরীশচন্দ্র মুর্মু এবং রাধাকৃষ্ণ মাথুর। কেন্দ্রশাসিত উপত্যকার ডিজি নিযুক্ত থাকবেন দিলবাগ সিংহই। আইজি স্তরের এক জন অফিসারকে লাদাখ পুলিশের শীর্ষে বসানোর প্রস্তুতি শুরু হয়েছে।
Maps of newly formed Union Territories of #JammuKashmir and #Ladakh, with the map of India. @PIBSrinagar@airnewsalerts@DDNewsLive@diprjk
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) November 2, 2019
Press Release 👇https://t.co/tEBd4B7c0h pic.twitter.com/lGAeFwvFfb
স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্রের টুইট।
আরও পড়ুন: কর্নাটকে বিধায়ক ভাঙানোর কলকাঠি অমিতেরই! ফাঁস ইয়েদুরাপ্পার অডিয়ো রেকর্ড
আরও পড়ুন: হাতগাড়ি ঠেলে প্রৌঢ়কে নিয়ে হাসপাতালে পরিবার, চূড়ান্ত অমানবিকতার ছবি পুদুচেরিতে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy