নরেন্দ্র মোদী।
দুর্নীতি আর নীতিপঙ্গুত্বের অভিযোগে তখন জর্জরিত মনমোহন সিংহের সরকার। নরেন্দ্র মোদী এক বার বললেন, ‘‘বড় খবর। হিমাচলে এসে মৌন ভেঙেছেন মৌনমোহন সিংহ। আজকাল তো জানাই যায় না, দেশের প্রধানমন্ত্রী কোন বিষয়ে কী ভাবছেন।’’
মনমোহন সিংহকে ‘মৌনমোহন’ বলে কটাক্ষ করতেন যিনি, সেই মোদীই আজ নীরবতার গুণগানে ব্যস্ত। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন আজ। সকালে বাজপেয়ীকে স্মরণ করে একটি ভিডিয়ো টুইট করেন মোদী। সেখানে তিনি বলেছেন, ‘‘বাজপেয়ীর জীবন থেকেই শিখেছি, তাঁর বক্তৃতায় যত শক্তি ছিল, সম্ভবত তার থেকে অনেক বেশি শক্তি ছিল তাঁর নীরবতায়। কখন বলতে হয় আর কখন মৌনী থাকতে হয়, তা উপলব্ধি করার আশ্চর্য ক্ষমতা ছিল তাঁর।’’
মোদীর এই টুইট নিয়েই আজ সরগরম রাজনৈতিক শিবির থেকে নাগরিক সমাজ। বিরোধীদের অভিযোগ, মোদী ‘নীরবতা’ শিখেছেন ঠিকই। কিন্তু বাজপেয়ী এক সময় তাঁকে ‘রাজধর্ম’ পালনের কথা মনে করিয়েছিলেন, সেটা শেখেননি। তাই সারা দেশ যখন তাঁর প্রতিক্রিয়া চায়, তিনি নীরব থাকেন। বা সঙ্কট গভীরতর হতে দিয়ে তার পরে মুখ খোলেন। উদাহরণ হিসেবে তাঁরা তুলে আনছেন, উত্তরপ্রদেশের দাদরিতে গোরক্ষকদের হাতে মহম্মদ আখলাকের নিহত হওয়ার ঘটনা। বিরোধীরা এ-ও মনে করিয়ে দিচ্ছেন, নোটবন্দির পরে প্রধানমন্ত্রী বলেছিলেন, ৫০ দিনের মধ্যে দুর্ভোগ না-কাটলে জনতা তাঁকে চৌরাস্তায় যে-শাস্তি দেবে, মাথা পেতে নেবেন। ৫০ দিনে কিন্তু ভোগান্তি মেটেনি। টাকা জমা দেওয়া বা টাকা তোলার লাইনে দাঁড়িয়ে অসুস্থতায় ১০০-রও বেশি মানুষের মৃত্যু হল। কিন্তু সময়মতো প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাল আমলেও বিজেপির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিংবা ফারুক আবদুল্লাদের আটকে রাখা— প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনও কথা শোনা যায়নি।
শ্রদ্ধা: পূর্বসূরি অটলবিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার লখনউয়ে। পিটিআই
কংগ্রেসের নেতা অজয় মাকেন বলছেন, ‘‘মোদী যখন বেগতিক দেখেন, তখন চুপ থাকেন। এক সময় মনমোহনকে ‘মৌনমোহন’ বলতেন, এখন সকলে তাঁকে ‘নীরব মোদী’ বলে চেনেন।’’ এমনকি, মোদী সাংবাদিক বৈঠক করেন না কেন, সেই প্রশ্ন তুলে বেশ কয়েক মাস আগে মনমোহন বলেছিলেন, ‘‘আমাকে বলা হত মৌনী প্রধানমন্ত্রী। কিন্তু আমি কখনও সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পাইনি।’’
মোদীর ‘চুপ’ থাকার একটি ‘ব্যাখ্যা’ অবশ্য গতকাল দিয়েছেন অমিত শাহ। তাঁর যুক্তি, আড়ালে থেকে সরকার নিরন্তর কাজ করে। সব সময় সে সব সামনে আনা জরুরি নয়। যদিও বিরোধীদের দাবি, সরকারের ইতিবাচক পদক্ষেপের সুফল যদি মানুষ দেখতে পেতেন, তা হলে প্রশ্ন উঠত না। প্রধানমন্ত্রীর কৌশলী ‘নীরবতা’ অনেক সময়েই বিভাজনে পরোক্ষ প্রশ্রয় দিয়েছে বলে তাঁদের অভিযোগ।
মোদী শিখেছেন: চুপ থাকা
• রোহিত ভেমুলার আত্মহত্যার পরে ছাত্র আন্দোলন
• গোরক্ষকদের গণপিটুনির শিকার আখলাক
• নোটবন্দির পর ১০০ মৃত্যু
• নোটবন্দির পর বিজেপি, জয় শাহের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ
• ডাভোসে নীরব মোদীর সঙ্গে ছবি
• ডোকলাম নিয়ে চিনের সঙ্গে বিবাদ
• ভোটে দেওয়া প্রতিশ্রুতি ‘জুমলা’
• দেশে কৃষক আন্দোলন
• ভীমা-কোরেগাঁও হিংসায় মোদীর ‘গুরু’ শম্ভাজি ভিড়ের বিরুদ্ধে অভিযোগ
• বিজেপি নেতাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ
• কাশ্মীরের নেতাদের আটকে রাখা
বিরোধীদের মতে: মোদী যা শিখতে পারতেন
সাউথ ব্লকে নেহরুজির একটা ছবি ছিল। যখন বিদেশমন্ত্রী হলাম, এক দিন দেখলাম, ছবিটা নেই। জানতে চাইলাম, ছবি কোথায়? কেউ উত্তর দিল না। ছবি আবার টাঙানো হয়। এমন নয় যে, নেহরুজির সঙ্গে মতভেদ ছিল না। এক বার বলেছিলাম, ‘‘আপনার মিশ্রিত ব্যক্তিত্ব— চার্চিলও আছেন, চেম্বারলেনও আছেন।’’ তিনি রেগে যাননি। সন্ধ্যায় এক ভোজসভায় দেখা হতে বলেছিলেন, ‘‘আজ তো খুব জোরদার ভাষণ দিয়েছ!’’ বলে হেসে চলে গিয়েছিলেন। আজকাল এ রকম আলোচনা! লোকে কথা বলা বন্ধ করে দেবে।
অটলবিহারী বাজপেয়ী
মোদী আজ বাজপেয়ীর আরও একটি গুণের কথাও স্মরণ করেছেন। বলেছেন, প্রতিযোগীদের কঠোর সমালোচনাকেও সম্মানের সঙ্গে গ্রহণ করার ক্ষমতা অটলের থেকে শিক্ষণীয়। যে কারণে কংগ্রেসের মতো প্রধান বিরোধী দলও বাজপেয়ীর গুণগান করে।
মোদীর এই বক্তব্যে সহমত হয়েই পাল্টা আক্রমণে যাচ্ছেন বিরোধীরা। তাঁদের প্রশ্ন, বাজপেয়ীর এই উদারতা কি শিখেছেন মোদী? শিখে থাকলে বিরোধীদের কণ্ঠরোধ করতেন না, নেহরু-গাঁধী পরিবারের প্রতি লাগাতার বিষোদ্গারও চালিয়ে যেতেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy