#মিটু আন্দোলনের জেরেই এমন পদক্ষেপ। ছবি: এএফপি।
একের পর এক যৌন নিগ্রহের অভিযোগ উঠে আসছে। তাতে নাম জড়াচ্ছে তাবড় ব্যক্তিত্বদের। পরিস্থিতি বুঝে তাই এ বার উদ্যোগী হল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গড়া হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন তাঁরা। যৌন নিগ্রহ প্রতিরোধে পদক্ষেপ করবেন।প্রয়োজনে পুরনো আইন বদলে ফেলার বিষয়েওসুপারিশ করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, রাজনাথ সিংহ নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন পরিবহণ মন্ত্রী নীতিন গডকরী, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মেনকা গান্ধী। কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের হাত থেকে মহিলাদের সুরক্ষিত রাখতে বর্তমানে যে সমস্ত আইন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে, সেগুলি খতিয়ে দেখবেন তাঁরা। কোনওরকম সংশোধনের প্রযোজন হলে সেই মতো সুপারিশ করবেন। নিশ্চিত করবেন যাতে কোথাও কোনও ফাঁক ফোকর না থাকে।
সম্প্রতি দেশজুড়ে মাথা চাড়া দিয়েছে #মিটু আন্দোলন। যেখানে বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিগ্রহ এমনকি ধর্ষণের অভিযোগ এনেছেন মহিলারা। দেশের মাহানগরগুলি ছুঁয়ে সম্প্রতি সংসদভবনেও ঢুকে পড়ে সেই আন্দোলন। যেখানে এমজে আকবরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন তাঁর একসময়ের সহকর্মীরা। যার জেরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় তাঁকে। এমজে আকবরকে নিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছিল সরকারকেও। তার পরই এমন উদ্যোগ।
আরও পড়ুন: শবরীমালায় প্রবেশের চেষ্টা করে ব্যর্থ রেহানা এ বার বদলিও হলেন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy