হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। ছবি: টুইটারের সৌজন্যে।
মাস ছয়েকের শিশুকন্যাটির অবস্থা দেখে আঁতকে উঠেছিলেন চিকিৎসকরা। গলায় ছুরি চালানো। কাটা হয়েছে হাতের একাধিক আঙুলও। রক্তে ভেসে যাচ্ছে এক রত্তির গোটা শরীর।
ভাগ্য ভাল তখন দেহে প্রাণটুকু অবশিষ্ট ছিল। চেষ্টার ত্রুটি করলেন না চিকিৎসকরা। দ্রুত অস্ত্রোপচারও হল। যদিও আশঙ্কা এখনও কাটেনি। চিকিৎসকরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরলেও সম্ভবত কথা বলতে পারবে না। কারণ, তার ভোকাল কর্ড কেটে গিয়েছে।
কিন্তু কী ভাবে এমন ঘটল শিশুটির সঙ্গে?
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে শিশুটিকে এ ভাবেই ছুরি দিয়ে জখম করে তার বাবা। স্ত্রী সঙ্গে ঝগড়ার সময় এমন কাজ করেন তিনি।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। পুলিশ শিশুটির অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে। মধ্য কুড়ির ওই যুবকের নাম জাহিদ।
আরও পড়ুন: ‘নিথর’ দু’বছর, তরুণীর ঠিকানা হাসপাতালই
পুলিশের জেরায় তিনি জানিয়েছেন, রবিবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হচ্ছিল। তখনই রাগের মাথায় এমন কাজ করেন তিনি।
আরও পড়ুন: দরজা খুলতেই ছররা হিবার চোখে
পড়শিরা জানাচ্ছেন, মাঝে মধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া হত জাহিদের। অন্য পুরুষের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে, এই নিয়ে নিত্যদিনই ঝামেলা চলত। রবিবার পরিস্থিতি চরম আকার নেয়।
শিশুটির মায়ের অভিযোগ, এ দিন জাহিদ বারবার জিজ্ঞাসা করতে থাকে শিশুটি আদতে কার। বেশ কয়েক বার প্রশ্ন করার পরই কোনও উত্তর দেননি ওই মহিলা। শিশুটির মায়ের অভিযোগ, এর পরই রান্না ঘরের ছুরি দিয়ে হামলা চালায় জাহিদ।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পড়শিদের অভিযোগ, জাহিদ নিত্যদিনই মাদক নিতেন। স্ত্রীকে মারধরও করতেন।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy