এবার ভারতেও থাবা বসাচ্ছে করোনাভাইরাস। প্রতীকী চিত্র
ভারতে ঢুকে পড়ল করোনাভাইরাস। কেরলে করোনাভাইরাসে আক্রান্ত এক ছাত্রের সন্ধান পাওয়া গিয়েছে, বিবৃতি দিয়ে জানাচ্ছে ওই রাজ্যের স্বাস্থ্য দফতর। সংবাদসংস্থা সূত্রের খবর, আরও ছ’জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা স্বাস্থ্যপরিস্থিতি নিয়ে জরুরিকালীন বৈঠকে বসেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য দফতরের অন্য প্রতিনিধিরা ।
ঘটনার সত্যতা স্বীকার করে টুইট করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও। আক্রান্ত ছাত্র উহান বিশ্ববিদ্যালয়ের। আপাতত তাঁকে হাসপাতালে আলাদা জায়গায় রাখা হয়েছে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছেন। এছাড়াও, এর্নাকুলাম জেলার তিনজন পর্যবেক্ষণাধীন। ত্রিশূর, তিরুঅনন্তপুরম, মল্লপুরমের একজন করে ব্যক্তি চিকিৎসকদের সন্দেহের তালিকায় রয়েছেন।
করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছিল দিল্লিতেও। দিল্লির আরএমল হাসপাতালের আইসোলেশন ইউনিটের পর্যবেক্ষণের অধীনে ছিলেন তিনজন ব্যক্তি। তবে এ দিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হয়েছে, এনআইভি পুনের রিপোর্ট অনুযায়ী ওই তিনজন করোনাভাইরাসে আক্রান্ত নন।
স্বাস্থ্যমন্ত্রকের টুইট:
Update on Novel #Coronavirus: one positive case reported in #Kerala.#nCoV2020.
— Ministry of Health (@MoHFW_INDIA) January 30, 2020
Read the details here:https://t.co/hYknfIKQiY@PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @DDNewslive @airnewsalerts @ANI
চিনে নোভেল করোনাভাইরাসে (২০১৯-এনসিওভি)আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০-এ। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে সাড়ে চার হাজারে। হুবেই, উহান-সহ দেশের ১৮টি শহরকে নজরবন্দি করে রাখা হয়েছে। শুধু চিনেই নয়, অপ্রতিরোধ্য ভাবে এই ভাইরাস পৌঁছে গিয়েছে তাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় বুধবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মনির হোসেন নামে (২৪) বছরের এক ভারতীয় যুবক।
আরও পড়ুন:করোনায় মৃত্যু ভারতীয়ের
আরও পড়ুন:সিএএ বিরোধী ভোটাভুটি পিছোল ইইউ পার্লামেন্টে, কূটনৈতিক সাফল্য দেখছে নয়াদিল্লি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy