Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Rahul Gandhi

বিজেপির সঙ্গে আঁতাত নিয়ে কোনও মন্তব্যই করেননি রাহুল, টুইট মুছলেন সিব্বল

ভুল বোঝাবুঝি মেটাতে নিজে থেকে কপিল সিব্বলকে ফোন করেন রাহুল।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২০ ১৭:৩১
Share: Save:

নেতৃত্ব নিয়ে দলের অন্দরে টানাপড়েন চলছেই। তার মধ্যেই কংগ্রেস নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক চলাকালীন দলের এখটি সূত্রে জানা যায়, বিজেপির সঙ্গে যোগসাজশ রাখা নিয়ে কংগ্রেস নেতাদের কটাক্ষ করেছেন রাহুল। সঙ্গে সঙ্গে টুইটারে তার তীব্র প্রতিবাদ করেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল। রাগের বসে টুইটারে রাজীব-তনয়কে দু’চার কথা শুনিয়েও দেন তিনি। কিন্তু পর ক্ষণে ভুল ভাঙতেই সেই টুইট মুছে দেন তিনি। জানালেন, এমন কোনও মন্তব্য করেননি বলে রাহুল নিজে তাঁকে ফোন করে জানিয়েছেন।

দলের নেতৃত্ব সঙ্কট নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রকাশ্যে নিজেদের মতামত জানাচ্ছেন কংগ্রেস নেতারা। দু’সপ্তাহ আগে সেই নিয়ে সনিয়া গাঁধীকে চিঠিও লেখেন কপিল সিব্বল, গুলাম নবি আজদ, শশী তারুর-সহ ২৩ জন কংগ্রেস নেতা। চিঠিতে যত তাড়তাড়ি সম্ভব এক জন পূর্ণমেয়াদি সভাপতি নির্বাচন করার পাশাপাশি দলের অন্দরে রদবদলের আর্জিও জানান তাঁরা।

রবিবার সেই চিঠি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে হুলস্থুল শুরু হয়। অন্তর্বর্তিকালীন সভাপতির পদ ছাড়তে চান বলে জানিয়ে দেন সনিয়া। সেই নিয়ে এ দিন সকালে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক (সিডব্লিউসি) বৈঠক বসে। সেখানে ওই চিঠিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাহুল গাঁধী। মধ্যপ্রদেশ এবং রাজস্থানে পরিস্থিতি সামাল দিতে যখন হিমশিম খাচ্ছে দল, সনিয়া যখন হাসপাতালে ভর্তি, বেছে বেছে সেই সময় চিঠিটি লেখা কি খুব দরকার ছিল, প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন: রাহুলকে ঘিরে কংগ্রেসের বৈঠকে শোরগোল তুঙ্গে, নাটক প্রকাশ্যেও​

বিষয়টি নিয়ে ওয়ার্কিং কমিটির বৈঠকে বচসা যখন তুঙ্গে, সইসময়ই কংগ্রেস সূত্রে জানা যায়, দলের কিছু নেতা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন রাহুল। তাতেই ফুঁসে ওঠেন কপিল সিব্বল। টুইটারে তিনি লেখেন, ‘‘রাহুল গাঁধী বলছেন, আমাদের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে। কংগ্রেসের হয়ে রাজস্থান হাইকোর্টে লড়াই জিতেছি। মণিপুরে বিজেপি সরকারকে উৎখাত করতে দলের হয়ে লড়েছি।গত ৩০ বছরে কোনও বিষয়ে বিজেপির সপক্ষে একটিও মন্তব্য করিনি। তা সত্ত্বেও বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে বলা হচ্ছে!’’

সুরজেওয়ালার টুইট।

কপিল সিব্বলের এই টুইট সামনে আসতেই কংগ্রেস নেতাদের মধ্যেকার দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তাতেই তড়িঘড়ি রাহুলের হয়ে সাফাই দিতে দেখা যায় রণদীপ সিংহ সুরজেওয়ালাকে। টুইটারে তিনি লেখেন, ‘‘এই ধরনের কোনও মন্তব্যই করেননি রাহুল গাঁধী। নাকি এই ধরনের কোনও ইঙ্গিত দিয়েছেন তিনি। ভুয়ো খবরে বিভ্রান্ত হবেন না। নিজেদের মধ্যে না লড়ে, একে অপরকে আঘাত না করে বরং মোদী সরকারের বিরুদ্ধে একজোটে কাজ করা উচিত আমাদের।’’

সিবলের টুইট।

আরও পড়ুন: নিট, জেইই স্থগিত রাখতে কেন্দ্রের কাছে আর্জি মমতার​

এর কিছু ক্ষণ পরেই রাহুলকে নিয়ে লেখা টুইটটি মুছে ফেলেন কপিল সিব্বল। অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘‘তাঁর মুখে যা বসানো হচ্ছে, এমন কোনও কথাই তিনি বলেননি বলে ব্যক্তিগত ভাবে আমাকে জানিয়েছেন রাহুল গাঁধী। তাই নিজের টুইট তুলে নিলাম আমি।’’ দলীয় সূত্রে জানা গিয়েছে, রাহুলের মন্তব্য বলে যে কথা চালানো হচ্ছে, তাতে অসন্তোষ বাড়ছে বেল রাহুলকে জানান কেসি বেণুগোপাল। তার পরই ভুল বোঝাবুঝি মেটাতে নিজে থেকে কপিল সিব্বলকে ফোন করেন রাহুল।

অন্য বিষয়গুলি:

Rahul Gandhi Kapil Sibal Congress CWC Sonia Gandhi BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy