চলছে গোলাবর্ষণ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
পুলওয়ামার জবাবে প্রত্যাঘাত করেছে ভারত। তা সত্ত্বেও সংযত হওয়ার লক্ষণ নেই। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল তারা। এ নিয়ে পর পর চারদিন। তবে হতাহতের কোনও খবর নেই।
সেনা সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন আখনুর, নওশেরা এবং কৃষ্ণঘাটি সেক্টরে লাগাতার গোলাগুলিবর্ষণ করে চলেছে পাক সেনা। তাদের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
এর আগে, সোমবারই পুঞ্চ, মেন্ধার এবং নওশেরায় সেনার পোস্ট লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাক বাহিনী। গত সাতদিনে রাজৌরি এবং পুঞ্চ সেক্টরের বসতি এলাকাও তাদের হাত থেকে রক্ষা পায়নি।
*Cease Fire Violation by Pak along LoC in Akhnoor, Nowshera, Krishna Ghati Sectors (J&K). Indian Army is retaliating strongly & effectively. #IndianArmedForces pic.twitter.com/0WrH4XH0a3
— Pawan Nara (@pawan_nara) February 26, 2019
চলছে গোলাগুলি।
আরও পড়ুন: পুলওয়ামার জবাবে প্রত্যাঘাত ভারতের, দিনভর কী ঘটল!
আরও পড়ুন: দেশ নিরাপদ হাতে রয়েছে, মাথা নত হতে দেব না: প্রত্যাঘাতের পরে বললেন মোদী
১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই উপত্যকার পরিস্থিতি থমথমে ছিল। নিয়ন্ত্রণরেখায় নতুন করে লাগাতার গোলাগুলিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
২০০৩ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তার আওতায় নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখতে সম্মত হয় দুই দেশই। কিন্তু তার পর থেকে অজস্রবার সেই চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। শুধুমাত্র গতবছরই ৩ হাজার বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা, গত ১৫ বছরে যা সর্বোচ্চ।
(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy