Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Lalu Prasad Yadav

৬ সপ্তাহের জন্য লালুর জামিনের শুনানি স্থগিত ঝাড়খণ্ড আদালতে

লালুর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। যার মধ্যে দু’টি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৬:৪২
Share: Save:

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবের জামিনের শুনানি ৬ সপ্তাহের জন্য মুলতুবি রাখল ঝাড়খণ্ড হাইকোর্ট। ফলে আপাতত রেহাই মিলছে না লালুর।

লালুর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। যার মধ্যে দু’টি মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি। তৃতীয় মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু আদালত জানিয়ে দেয়, আপাতত ৬ সপ্তাহের জন্য লালুর জামিনের শুনানি হবে না।

তৃতীয় যে মামলাটি লালুর বিরুদ্ধে চলছে, সেটা হল দুমকা ট্রেজারি মামলা। এই মামলায় তাঁকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজার অর্ধেক সময় পার করেছেন লালু। এই আর্জি জানিয়ে আদালতের কাছে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। কিন্তু সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে জানায়, লালু সাজার অর্ধেক সময় শেষ হতে এখনও ৮ মাস বাকি।

এর পরই লালুর আইনজীবী বলেন, “আমাদের হিসেব অনুযায়ী লালুপ্রসাদ ৪২ মাস ২৮ দিন জেলে কাটিয়েছেন। পরবর্তী শুনানিতে আদালতের নির্দেশের সার্টিফায়েড কপি এর প্রমাণ হিসেবে পেশ করব। তখনই স্পষ্ট হবে যে, আমাদের দাবি ভুল নয়।”

দুমকা ট্রেজারি মামলায় লালুর বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে।

অন্য বিষয়গুলি:

Lalu Prasad Yadav Fodder Sacm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE