Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Madhya Pradesh

মধ্যপ্রদেশে সরকারি চাকরি পাবে কেবলমাত্র স্থানীয়রাই, ঘোষণা শিবরাজের

শিবরাজ সিংহ চৌহানের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ১৮:২৫
Share: Save:

মধ্যপ্রদেশে সরকারি চাকরিতে কেবলমাত্র সুযোগ মিলবে স্থানীয় বাসিন্দাদেরই। ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। মঙ্গলবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করে শিবরাজ জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও অতিমারির আবহে দেশ জুড়েই যখন কর্মসংস্থানের সঙ্কট দেখা দিয়েছে, সে সময় মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

এ দিন একটি ভিডিয়ো বার্তায় সরকারের সিদ্ধান্ত জানিয়ে শিবরাজ সিংহ চৌহান বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যপ্রদেশ সরকার। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব, যাতে মধ্যপ্রদেশের সমস্ত সরকারি চাকরিতে শুধুমাত্র এ রাজ্যের যুবসম্প্রদায়ের প্রতিনিধিরাই সুযোগ পান।” সেই সঙ্গে তাঁর মন্তব্য, “মধ্যপ্রদেশের সম্পদের উপরে কেবলমাত্র এ রাজ্যের ভূমিপুত্রদেরই অধিকার রয়েছে।”

রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে ভূমিপুত্রদের অধিকারের প্রতিশ্রুতি দিন কয়েক আগেই দিয়েছিলেন শিবরাজ সিংহ চৌহান। শনিবার স্বাধীনতা দিবসে শিবরাজের ঘোষণা ছিল, “সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে মধ্যপ্রদেশের যুবসম্প্রদায়কে। যখন কর্মসংস্থানের সুযোগ অমিল, সে সময় রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য ভাবনা-চিন্তা করাটা আমাদের কর্তব্য।” তবে তার তিন দিনের মাথায় সেই প্রতিশ্রুতিকে সিদ্ধান্তে পরিণত করলেন শিবরাজ। এ দিন তিনি বলেছেন, “স্থানীয় যুবক-যুবতীদের তাঁদের দশম ও দ্বাদশ শ্রেণির নম্বরের ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করতে এখটি সুনির্দিষ্ট প্রক্রিয়া চালু করা হবে।”

আরও পড়ুন: ঘৃণা-ভাষণ: তদন্ত চেয়ে জ়াকারবার্গকে চিঠি কংগ্রেসের, আঁখির বিরুদ্ধে মামলা দায়ের

আরও পড়ুন: ‘পিএম কেয়ার্স’-এর অর্থ জাতীয় ত্রাণ তহবিলে হস্তান্তর করা যাবে না: সুপ্রিম কোর্ট

আরও পড়ুন: ‘নিরো বেহালা বাজাচ্ছিলেন, ট্রাম্প গল্ফ খেলছেন’, আক্রমণ বার্নি স্যান্ডার্সের

সরকারি চাকরিতে স্থানীয়দের ১০০ শতাংশ কর্মসংস্থান ছাড়াও মধ্যপ্রদেশে ওবিসিদের জন্য ১৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ চাকরি সংরক্ষণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিবরাজ। তাঁর প্রতিশ্রুতি, এ নিয়ে ফের আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার। এর আগেই এই প্রস্তাব নাকচ করেছিল জব্বলপুর হাই কোর্ট।

মধ্যপ্রদেশের বিজেপি সরকারের এই সিদ্ধান্তের পর তা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের দাবি, চাকরিক্ষেত্রে আসন সংরক্ষণ করা নিয়ে তাদের সরকারের সিদ্ধান্তকে বকলমে অনুসরণ করছেন শিবরাজ সিংহ চৌহান। শিবরাজের নামোল্লেখ না করে এ দিন টুইটারে কমল নাথের কটাক্ষ, “আমাদের সরকারের আগে ১৫ বছর ক্ষমতাসীন থাকার সময় ক’জন যুবক-যুবতীকে চাকরি দিয়েছেন আপনি? অন্তত, কর্মসংস্থানের সঙ্কটের ১৫ বছর পরে এখন আপনার নিদ্রাভঙ্গ হয়েছে। এবং আমাদের সংরক্ষণের সিদ্ধান্তকেই নকল করছেন। এটা শুধুমাত্র কাগজে-কলমে ঘোষণা না হলেই হল!”

কমল নাথের দাবি, ক্ষমতাসীন থাকাকালীন মধ্যপ্রদেশের শিল্পাঞ্চলে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষণের চেষ্টা করেছিল তাদের কংগ্রেস সরকার। এ ছাড়া, রাজ্যে বেসরকারি ক্ষেত্রেও ৭০ শতাংশ চাকরি সংরক্ষণের ঘোষণা করেছিলেন তিনি।

অন্য বিষয়গুলি:

Madhya Pradesh Shivraj Singh Chouhan Kamal Nath BJP Congress Government Jobs
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy