Advertisement
২৪ নভেম্বর ২০২৪
coronavirus

মিথ্যে দাবি ও বেশি দাম, করোনার ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে নোটিস

গ্লেনমার্ক কর্তৃপক্ষকে পাঠানো নোটিসে বলা হয়েছে, একজন সাংসদের থেকেই এ বিষয়ে অভিযোগ এসেছে।

বিতর্কে ফ্যাবিফ্লু, নোটিস কেন্দ্রীয় সংস্থার— প্রতীকী ছবি।

বিতর্কে ফ্যাবিফ্লু, নোটিস কেন্দ্রীয় সংস্থার— প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৯:১১
Share: Save:

মুম্বইয়ের ওষুধ প্রস্তুতকারী সংস্থা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালসের দাবি ছিল, কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় অত্যন্ত কার্যকর হবে তাঁদের অ্যান্টিভাইরাল ড্রাগ ‘ফ্যাবিফ্লু’। কেন্দ্রীয় সংস্থা ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন’ (সিডিএসসিও)-এর তরফে শোকজ নোটিস পাঠিয়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থার কাছে। দাবির সত্যতা সম্পর্কে কৈফিয়ত তলব করা হয়েছে। পাশাপাশি ওই নোটিসে ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া’ (ডিসিজিআই)-র অধীনস্থ সংস্থা সিডিএসসিও জানতে চেয়েছে, কেন ভারতের গরিব এবং নিম্নমধ্যবিত্তদের কথা না ভেবে চড়া দামে বাজারে ছাড়া হয়েছে ফ্যাবিফ্লু।

নোটিসে বলা হয়েছে, একজন সাংসদের থেকেই এ বিষয়ে অভিযোগ এসেছে। তিনি জানিয়েছেন, একজন করোনা আক্রান্তের চিকিৎসায় ফ্যাবিফ্লু (পোশাকি নাম, ‘কোভিড-১৯ ড্রাগ ফ্ল্যাভিপিরাভির) ব্যবহারের খরচ প্রায় সাড়ে ১২ হাজার টাকা। সেই খরচ জোগাড় করা গরিব এবং নিম্ন মধ্যবিত্তদের পক্ষে বেশ কঠিন।

কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় ফ্যাবিফ্লু বাজারে আনার সময় প্রস্তুতকারী সংস্থা জানিয়েছিল, প্রতিটি ট্যাবলেটের দাম ১০৩ টাকা। করোনা রোগীকে ১৪ দিন ধরে কম-বেশি ১২২টি ট্যাবলেট খেতে হতে পারে (প্রথম দিনে ১৮টি পর্যন্ত। শেষ পর্যায়ে দিনে ৮টি পর্যন্ত)। এর জন্য মোটের উপর খরচ প্রায় সাড়ে ১২ হাজার টাকা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত প্রায় ৩৯ হাজার, মহারাষ্ট্রে মোট সংক্রমণ তিন লক্ষ ছাড়াল

ফ্যাবিফ্লু বাজারে আনার সময় গ্লেনমার্ক দাবি করেছিল, এই ওষুধটি ডায়াবেটিস, হাইপারটেনশন-সহ আরও কিছু কো-মর্বিডিটি যুক্ত রোগীদের চিকিৎসায় কার্যকর হবে। কিন্তু অভিযোগ, ‘প্রোটোকল সামারি’ অনুযায়ী ক্লিনিকাল ট্রায়ালে এ সংক্রান্ত কোনও তথ্যই মেলেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সিডিএসসিও জানতে চেয়েছে, এই অভিযোগ সত্যি কি না। এমন দাবির সমর্থনে কো-মর্বিডিটি চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য ক্লিনিক্যাল ডাটায় মেলেনি বলেও নোটিসে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে প্রতারণার দায়ে অভিযুক্ত হতে পারে গ্লেনমার্ক।

আরও পড়ুন: ভারত-চিন বিরোধের গোড়ায় তিব্বত, তার পরে জল গড়িয়েছে নানা দিকে

অন্য বিষয়গুলি:

Coronavirus Covid-19 Glenmark CDSCO Fabiflu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy