মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডণবীসের শপথ: কেউ বলছেন জোট নিয়ে গড়িমসির ফল, কেউ বলছেন ইঙ্গিত ছিলই। গ্রাফিক: তিয়াসা দাস
এক লহমায় বদলে গিয়েছে সব হিসেব। শুক্রবার রাত পর্যন্ত সব পক্ষই জানত, সরকার গড়তে চলেছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি। শনিবার সকাল হতে না হতেই উল্টে গেল হিসাব। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ফেললেন দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। প্রত্যাহার হল রাষ্ট্রপতির শাসন। ঘটনার অভিঘাতে দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। কেউ বলছেন জোট নিয়ে গড়িমসির ফল, কেউ বলছেন ইঙ্গিত ছিলই। দেখে নেওয়া যাক, মহারাষ্ট্রে শপথগ্রহণের পরে নানা মহল থেকে আসা অভিব্যক্তিগুলি—
প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা
এ দিন সকাল ছ’টা নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন দেবেন্দ্র ফডণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন এনসিপি নেতা অজিত পওয়ার। তাঁদের উদ্দশে প্রথম শুভেচ্ছাবার্তা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে। প্রধানমন্ত্রী টুইটরে দু’জনকেই শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি বিশ্বাস করি ওঁরা দু’জনেই মহারাষ্ট্রে উজ্জ্বল ভবিষ্যত্ গঠনের জন্যে কাজ করবেন।’
দেখুন টুইট
Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work diligently for the bright future of Maharashtra.
— Narendra Modi (@narendramodi) November 23, 2019
ভেবেছিলাম ভুয়ো খবর পড়ছি: অভিষেক মনু সিঙ্ঘভী
ঘটনার অভিঘাতে স্তম্ভিত কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভী। টুইটারে তিনি লিখেছেন, ‘গোটা ঘটনাটা অবাস্তব ঠেকছিল, ভেবেছিলাম ফেক নিউজ পড়ছি।’
দেখুন টুইট
My tweet at 845 am today while in a taking off flight to ahmdabad has, hopefully, been overtaken by events in view of #Sharadji’s clarification. Even then I had called it surreal &possibly fake news. Appears that fakeness of full #NCP joining bjp is true as per #Pawar clarfn.
— Abhishek Singhvi (@DrAMSinghvi) November 23, 2019
এটা দলের সিদ্ধান্ত নয়: এনসিপি
প্রায় সব পক্ষই মেনে নিচ্ছে, শেষ মুহূর্তে এই পালাবদল ঘটালেন একজনই, তিনি অজিত পওয়ার। এনসিপি নেতা শরদ পওয়ার টুইটে লিখেছেন, ‘অজিত পওয়ারের সিদ্ধান্ত তাঁর একার। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’
দেখুন টুইট
Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP).
— Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019
We place on record that we do not support or endorse this decision of his.
অজিত পওয়ার বিশ্বাসঘাতক: শিবসেনা
ঘটনা সামনে আসার পরেই আক্রমণাত্মক শিবসেনা। তারা মেনে নিচ্ছে, অজিত পওয়ারই ঘটিয়েছেন এই ঘটনা, এর সঙ্গে শরদ পওয়ারের কোনও যোগ নেই। সঞ্জয় রাউতের মতে, ‘অজিত পওয়ার অপরাধীর মতো চোখে চোখ রেখে কথা বলছিলেন না শুক্রবার সন্ধেয়। মাঝপথে বৈঠক ছেড়ে বেড়িয়েও যান তিনি।’
আপাতত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে। অজিত পওয়ারের ঘনিষ্ঠমহল জানাচ্ছে, বেশ কয়েকজন বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন। সব ঠিক চললে ‘কিংমেকার’ হয়ে উঠবেন অজিত পওয়ার, এ কথা স্বীকার করে নিচ্ছেন সকলেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy