ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর। ছবি সৌজন্যে টুইটার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড ওড়িশার গোপালপুর। বাড়ছে ঝড়ের গতিবেগ। পশ্চিমবঙ্গের দিকে ঝড়ের ততটা প্রভাব না পড়লেও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে তিতলির প্রভাব পড়েছে মারাত্মক। তবে ঝড় না হলেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও। এখনও পর্যন্ত আট জন মারা গিয়েছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ঘূর্ণিঝড়ের ফলে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি।অন্ধ্রপ্রদেশের পালাসা রেলস্টেশন ও ভিজিয়ানা গ্রাম ঘূর্ণিঝড়ের প্রভাবে তছনছ হয়ে গিয়েছে বৃহস্পতিবার। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার গঞ্জাম জেলা। এ ছাড়াও ওড়িশার বেরহামপুরে মারাত্মক প্রভাব পড়েছে তিতলির। প্রভাব পড়েছে ভুবনেশ্বর ও পুরীতেও। মূলত দুই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক প্রভাব পড়েছে।
ধসে গিয়েছে অসংখ্য মাটির বাড়ি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের কাছে বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে তিতলি। এই জেলাতেও মারাত্মক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড়ের।
কীভাবে প্রভাব বিস্তার করল তিতলি দেখুন অ্যানিমেশন:
ভুবনেশ্বরে বাতিল হয়েছে রেলের পরীক্ষা। আগামী দু’দিন ওড়িশার সবকটি স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: নিম্নচাপ হয়ে রাজ্যে ঢুকছে তিতলি, আগামী ৪৮ ঘণ্টা মুষলধারে বৃষ্টির পূর্বাভাস
প্রবল ঝড় ও বৃষ্টির পর প্রশাসনের তরফে গঞ্জাম ও বেরহামপুরের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। গোপালপুর ও বেরহামপুরের সঙ্গে সড়কপথে যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
দক্ষিণ-পূর্ব রেলের একাধিক জায়গায় ছিঁড়ে গিয়েছে ওভারহেড তার। ওড়িশা, অন্ধ্রপ্রদেশ থেকে বাতিল হয়েছে একাধিক ট্রেন।
আরও পড়ুন: ‘তিতলি’র দাপটে বাতিল বহু ট্রেন
ঘূর্ণিঝড়ের পরই সমুদ্র তীরবর্তী হোটেলগুলি খালি করে দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। গঞ্জাম ছাড়াও কেন্দাপাড়া, বেরহামপুরেও তিতলির প্রভাবে একাধিক বাড়ি ভেঙে গিয়েছে। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা থেকে ভুবনেশ্বর ও কলকাতা থেকে বিশাখাপত্তনমের উড়ান বাতিল করা হয়েছে।
#TitliCyclone knocking at the door of Odisha and Andhra Pradesh. Cyclone Titli that made landfall in Gopalpur has been categorised as a "very severe cyclonic storm". #GopalPur #Odishapic.twitter.com/4j9uZ9Og7I
— Geetika Swami (@SwamiGeetika) October 11, 2018
তিতলি থেকে ক্ষয়ক্ষতি এড়াতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা নিয়ে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার প্রশাসনের সঙ্গে কেন্দ্রের তরফে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্ধার কাজ যাতে দ্রুত করা যায়, তা নিয়ে দুই রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। যে সমস্ত বাড়ি ভেঙে গিয়েছে, তা নতুন করে গড়ে দেওয়া নিয়েও কেন্দ্রের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ওড়িশা ও অন্ধ্র প্রশাসন।
অ্যানিমেশন: শৌভিক দেবনাথ
ভোটের খবর, জোটের খবর, নোটের খবর, লুটের খবর- দেশে যা ঘটছে তার সেরা বাছাই পেতে নজর রাখুন আমাদের দেশ বিভাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy