Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Coronavirus Lockdown

আনলকডাউন শুরু হচ্ছে কাল, তবে কন্টেনমেন্ট জ়োন লকডাউনেই

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, ৮ জুন থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া শুরু হবে।

মূলত অর্থনীতির কথা ভেবেই ধাপে ধাপে ‘আনলক’-এর সিদ্ধান্ত বলে সরকারি সূত্রের দাবি। ছবি: পিটিআই।

মূলত অর্থনীতির কথা ভেবেই ধাপে ধাপে ‘আনলক’-এর সিদ্ধান্ত বলে সরকারি সূত্রের দাবি। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মে ২০২০ ০৪:১১
Share: Save:

চার দফার ‘লকডাউন’-এর পরে এ বার ‘আনলক-১’!

চতুর্থ দফার ‘লকডাউন’ শেষ হচ্ছে আগামিকাল, রবিবার। কেন্দ্রীয় সরকার আজ ঘোষণা করেছে, ৮ জুন থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়া শুরু হবে। ওই দিন থেকে প্রথম দফার ‘আনলক’-এ খুলে যাবে মন্দির-মসজিদ-গির্জার মতো সমস্ত ধর্মস্থান, হোটেল-রেস্তরাঁ এবং শপিং মল। তবে লোকাল ট্রেন বা মেট্রো রেল এখনই চালু হচ্ছে না। স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও সিদ্ধান্ত হবে জুলাইয়ে। এই সব ক্ষেত্রেই সিদ্ধান্ত হবে পরের ধাপে, রাজ্যের সঙ্গে আলোচনা করে, পরিস্থিতি বুঝে। মূলত অর্থনীতির কথা ভেবেই ধাপে ধাপে ‘আনলক’-এর সিদ্ধান্ত বলে সরকারি সূত্রের দাবি।

স্পষ্ট না করে না-বললেও আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা থেকে স্পষ্ট, এখন যে লকডাউন জারি রয়েছে, তার মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ৭ জুন পর্যন্ত বাড়ল। তবে কন্টেনমেন্ট জ়োন বা যে সব এলাকায় সংক্রমণের হার বেশি, সেখানে ৩০ জুন পর্যন্ত কঠোর লকডাউন জারি থাকবে। দেশের করোনা-রোগীর ৭০ শতাংশই দিল্লি, মুম্বই, কলকাতা, হাওড়া, চেন্নাই, আমদাবাদ, পুণে, ঠাণে, হায়দরাবাদ, ইনদওর, জয়পুর, জোধপুর, চেঙ্গালপাট্টু, তিরুভাল্লুর— এই ১৩টি শহরে। এই শহরগুলিতেই (জনসংখ্যা প্রায় ১১ কোটি) সব থেকে বেশি কন্টেনমেন্ট জ়োন রয়েছে।

আরও পড়ুন: রাজ্যে লকডাউন কতটা? দেখে নিন ১৫ দিনের নির্দেশিকা

লকডাউন কি উঠছে?
• ৮ জুন থেকে ধাপে ধাপে

দেশের কোথাও লকডাউন থাকবে না?
• ৩০ জুন পর্যন্ত শুধুমাত্র কনটেনমেন্ট জ়োন-এ লকডাউন থাকবে


কী ভাবে ধাপে ধাপে লকডাউন উঠবে?
প্রথম ধাপ: ৮ জুন থেকে কী কী খুলবে?
• ধর্মস্থান, পুজো-উপাসনার স্থান
• হোটেল-রেস্তরাঁ
• শপিং মল
দ্বিতীয় ধাপ: স্কুল-কলেজ, কোচিং ও প্রশিক্ষণ কেন্দ্র খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে জুলাইয়ে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরে
তৃতীয় ধাপ: পরিস্থিতি বুঝে দিনক্ষণ ঠিক হবে ছাড়পত্রের (এখন যা বন্ধ)
• মেট্রো রেল
• সিনেমা হল, জিমন্যাসিয়াম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, প্রেক্ষাগৃহ, সমাবেশ হল
• আন্তর্জাতিক বিমান
• ক্রীড়া, রাজনৈতিক, বিনোদন, শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান, বড় সমাবেশ

রাতের কার্ফুর কী হবে?
• বজায় থাকবে।
তবে সন্ধ্যা ৭টা-সকাল ৭টা-র বদলে রাত ৯টা-ভোর ৫টা পর্যন্ত
• আন্তঃরাজ্য যাতায়াত: এক রাজ্য থেকে আর এক রাজ্যে বা রাজ্যের মধ্যে এক জেলা থেকে আর এক জেলায় যে কেউ যেতে পারবেন। কোনও আলাদা অনুমতি, ই-পারমিট নিতে হবে না। পণ্য পরিবহণেও কোনও নিষেধাজ্ঞা থাকবে না

কন্টেনমেন্ট জ়োন-এ কী হবে?
• স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ মেনে জেলা প্রশাসন কন্টেনমেন্ট জ়োন চিহ্নিত করবে
• শুধুমাত্র অত্যাবশ্যক কাজকর্মের অনুমতি থাকবে
• কন্টেনমেন্ট জ়োন-এর সীমানায় কড়া নিয়ন্ত্রণ
• চিকিৎসার প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া, ভিতরে ঢোকার অনুমতি মিলবে না
• কন্টেনমেন্ট জ়োন-এর বাইরে যেখানে নতুন সংক্রমণ ছড়াতে পারে, সেখানে বাফার জ়োন চিহ্নিত করবে রাজ্য
• রাজ্য মনে করলে কন্টেনমেন্ট জ়োন-এর বাইরেও প্রয়োজনমাফিক নিয়ন্ত্রণ জারি করতে পারে

পরামর্শ: বয়স্ক, অসুস্থ, অন্তঃসত্ত্বা, শিশুদের ঘরে থাকাই ভাল

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তার পরে প্রধানমন্ত্রী, অমিত শাহের বৈঠক হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, ‘‘রাজ্যগুলির সঙ্গে আলোচনা করেই নির্দেশিকা জারি হয়েছে। কম-বেশি সকলেই এর সঙ্গে একমত।’’ গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ছাড়িয়ে দিয়েছে। মৃতের সংখ্যা ৪,৯৭১। এই পরিস্থিতিতে লকডাউন তুললে ঝুঁকি বাড়বে না? অমিতের জবাব, ‘‘সংযম রাখতে হবে। আনলক হলেও সেখানে স্বাস্থ্য মন্ত্রকের নিয়ম মেনে চলতে হবে।’’

আরও পড়ুন: রাজ্যে মোট আক্রান্ত পাঁচ হাজার ছাড়াল

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

এই বিপদের কথা মাথায় রেখেই কংগ্রেস-শাসিত পঞ্জাবে লকডাউনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ ১৫ জুন পর্যন্ত লকডাউন বাড়িয়েছে। কেন্দ্রও জানিয়েছে, রাজ্য চাইলে কন্টেনমেন্ট জ়োন-এর বাইরেও ইচ্ছেমতো নিয়ন্ত্রণ রাখতে পারে। কোথায় কোন এলাকাকে কন্টেনমেন্ট জ়োন বলে চিহ্নিত করা হবে, তা ঠিক করার ক্ষমতা আগের মতো নিজের হাতে না-রেখে রাজ্য বা জেলা প্রশাসনের হাতে এই ক্ষমতা তুলে দিচ্ছে কেন্দ্র।

অন্য বিষয়গুলি:

Coronavirus Lockdown Coronavirus MHA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy