এ বার নোভেল করোনায় আক্রান্ত হলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। গত কয়েক দিন ধরে অসুস্থ বোধ করছিলেন তিনি। করোনার উপসর্গ দেখা দেওয়ায় সম্প্রতি ডাক্তারি পরীক্ষা করান। শনিবার সকালে সেই রিপোর্ট সামনে এলে দেখা যায়, কোভিড-১৯ ভাইরাস বাসা বেঁধেছে তাঁর শরীরে। শুরুতে বাড়িতেই কোয়রান্টিনে থাকার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু চিকিৎসকদের পরামর্শে পরে হাসপাতালে ভর্তি হন।
এই প্রথম দেশের কোনও মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন। এ দিন সকালে নিজেই সংক্রমণের কথা জানান শিবরাজ। টুইটারে তিনি লেখেন, ‘‘প্রিয় দেশবাসীকে জানাতে চাই যে, আমার শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন। আমার ঘনিষ্ঠরা সকলে কোয়রান্টিনে রয়েছেন। আমি সমস্ত নিয়ম মেনে চলছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোয়রান্টিনেই থাকব।’’
সংক্রমণ থেকে বাঁচতে তিনি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছিলেন, কিন্তু নানা সমস্যা নিয়ে মানুষ ছুটে আসতেন তাঁর কাছে। তাতেই তিনি সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন শিবরাজ। রাজ্যবাসীকে আরও সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হলেও আতঙ্কের কারণ নেই। বরং সঠিক সময়ে চিকিৎসা হলে মানুষ সুস্থ হয়ে ওঠেন বলে রাজ্যবাসীকে আশ্বাসও দেন শিবরাজ।
मैं #COVID19 की सभी गाइडलाइन्स का पालन कर रहा हूँ। डॉक्टर की सलाह के अनुसार स्वयं को क्वारन्टीन करूंगा। मेरी प्रदेश की जनता से अपील है कि सावधानी रखें, जरा सी असावधानी कोरोना को निमंत्रण देती है । मैंने कोरोना से बचने के हर संभव प्रयास किए लेकिन अनेक विषयों को लेकर लोग मिलते थे।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020
मेरे प्रिय प्रदेशवासियों, मुझे #COVID19 के लक्षण आ रहे थे, टेस्ट के बाद मेरी रिपोर्ट पॉज़िटिव आई है। मेरी सभी साथियों से अपील है कि जो भी मेरे संपर्क में आए हैं, वह अपना कोरोना टेस्ट करवा लें। मेरे निकट संपर्क वाले लोग क्वारन्टीन में चले जाएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 25, 2020
শিবরাজের টুইট।
আরও পড়ুন: রাজ্যপালকে জবাবের প্রস্তুতি, মধ্যরাতে জরুরি বৈঠক গহলৌত শিবিরের
আরও পড়ুন: প্রথম দিনেই তপ্ত বাদানুবাদ! তার জেরেই বৈঠক ছেড়ে ফিরে এলেন মুকুল?
টানা লকডাউন করেও দেশে করোনার প্রকোপ ঠেকানো যায়নি। বরং এ দিন সকাল পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা এসেছে ঠেকেছে ৩১ হাজার ৩৫৮-তে। মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে প্রাণ হারিয়েছেন ৭৯১ জন। এমন পরিস্থিতিতে রোজ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন শিবরাজ সিংহ। আপাতত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন শিবরাজ।