Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Coronavirus

করোনায় দ্বিতীয় মৃত্যু দিল্লির বৃদ্ধার, আক্রান্ত বেড়ে ৮২, নজরে ৪২ হাজার

সর্দি-কাশি এবং উচ্চ রক্তচাপ নিয়ে ৮ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন জনকপুরীর বৃদ্ধা।

নয়াদিল্লিতে আইটিবিপি কোয়ারেন্টাইন সেন্টার। ছবি: পিটিআই।

নয়াদিল্লিতে আইটিবিপি কোয়ারেন্টাইন সেন্টার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৩:১৫
Share: Save:

কর্নাটকের পরে দিল্লি। মারণ ভাইরাসে আরও এক জনের মৃত্যু হল এ দেশে। দিল্লির জনকপুরীর বাসিন্দা ৬৮ বছর বয়সি এক বৃদ্ধা আজ রাতে রামমনোহর লোহিয়া হাসপাতালে মারা গিয়েছেন। সর্দি-কাশি এবং উচ্চ রক্তচাপ নিয়ে ৮ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

ওই বৃদ্ধার ছেলে সম্প্রতি ইটালি ও সুইৎজ়ারল্যান্ড গিয়েছিলেন। ২৩ ফেব্রুয়ারি দেশে ফেরার পরে তাঁর শারীরিক পরীক্ষায় করোনার উপসর্গ ধরা পড়েনি। কিন্তু দিন দুয়েক পরেই শুরু হয় জ্বর ও সর্দি-কাশি। ৭ মার্চ রামমনোহর লোহিয়া হাসপাতালে ফের পরীক্ষায় শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর পরে নিয়মমাফিক তাঁর পরিবারের সকলকে পরীক্ষা করা হয়। দেখা যায় তাঁর মা করোনায় আক্রান্ত।

করোনাভাইরাস নিয়ে আতঙ্ক শুক্রবার আরও ছড়িয়েছে গোটা দেশে। শিক্ষাঙ্গন থেকে ক্রীড়াঙ্গন, তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে আদালত, আইনসভা— সর্বত্রই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৮২ জন করোনায় আক্রান্ত। নজরে রাখা হয়েছে ৪২ হাজারকে।

ভাইরাস-ভয়ে

• বিশ্বভারতীতে বন্ধ সব বিভাগ, পরীক্ষা, অনুষ্ঠান। সব ছাত্রাবাস খালি করার নির্দেশ।

• খড়্গপুর আইআইটিতে ৩১ তারিখ পর্যন্ত সব ক্লাস বন্ধ।

• কেরল, বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, হরিয়ানায় বন্ধ স্কুল-কলেজ। ৩১ তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ জেএনইউ, জামিয়া মিলিয়ায়।

• মোদীর গুজরাত ও শাহের মণিপুর সফর বাতিল

• ১৫ এপ্রিল পর্যন্ত ভারত-বাংলাদেশ বাস, ট্রেন চলাচল বন্ধ।

• চিন, হংকং, ইটালি, কুয়েত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ।

• ইটালি, দক্ষিণ কোরিয়া, কুয়েতে ৩০শে পর্যন্ত উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার।

• কলকাতা থেকে চিন, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাঙ্কক ও বাংলাদেশে উড়ান ১৫ এপ্রিল পর্যন্ত অনিশ্চিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কালই টুইট করেছিলেন, করোনা নিয়ে আতঙ্কিত হবেন না। তার পরেই জানা যায় দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর। আজ সার্ক দেশগুলির রাষ্ট্রনেতাদের প্রতি মোদীর টুইট-আহ্বান, ‘‘করোনা মোকাবিলায় যৌথ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমরা যোগাযোগ রাখব।’’

করোনা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না রাজ্যগুলি। এ দিনই সন্ধ্যায় সমস্ত বিভাগ, পরীক্ষা, যাবতীয় অনুষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছাত্রাবাসগুলিও খালি করে দিতে বলা হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে খড়্গপুর আইআইটি। কেউ হস্টেল থেকে বাইরে যেতে চাইলে বা কেউ বাইরে থেকে হস্টেলে আসতে চাইলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

৩১ মার্চ পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে দিল্লি প্রশাসন। ১৫ মার্চের মধ্যে হস্টেল ফাঁকা করতে বলেছে আইআইটি দিল্লি। উত্তরপ্রদেশে যে সব স্কুল-কলেজে পরীক্ষা হচ্ছে না, সেগুলি ২২ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে মধ্যপ্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও।

কর্নাটকে করোনা সংক্রমণে বৃদ্ধের মৃত্যুর পরে বেঙ্গালুরুতে খোঁজ মিলেছে এক করোনা-আক্রান্তের। তিনি গুগ্‌লের কর্মী। তাঁকে বেঙ্গালুরুর হাসপাতালে কোয়ারেন্টাইন করা হয়েছে। বছর ছাব্বিশের ওই যুবক গত মাসে গ্রিসে যান। দেশে ফেরার পরে শারীরিক পরীক্ষা হলেও কোনও সংক্রমণ পাওয়া যায়নি। পরে তিনি অফিসও করেন। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের আলাদা থাকার পরামর্শ দিয়েছে গুগ্‌ল। কর্নাটকের কলবুর্গীতে ৪৬ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। তাঁরা করোনা-আক্রান্তে মৃত বৃদ্ধের সংস্পর্শে ছিলেন।

কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, এক সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ থাকবে। কাল থেকে এক সপ্তাহ বেঙ্গালুরুতে সব শপিং মল, পাব, প্রদর্শনী বন্ধ থাকবে। বিয়ের অনুষ্ঠান-সহ সব জমায়েতে নিষিদ্ধ।

মহারাষ্ট্রের নাগপুরে দু’জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, মুম্বই, পুণে-সহ পাঁচটি শহরে আজ মধ্যরাত থেকেই শপিং মল, জিম, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ করে দেওয়া হবে। ২২ মার্চ পর্যন্ত বিহারে সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিধানসভা অধিবেশন স্থগিত থাকবে কেরল, ওড়িশা, উত্তরপ্রদেশে।

মানেসরে সেনার কোয়ারেন্টাইনে থাকা ইটালি-ফেরত এক ব্যক্তির দেহে কোভিড-১৯ পাওয়া গিয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলে এক ইটালীয়-সহ আরও তিন ব্যক্তি করোনা পজিটিভ হয়েছেন। জরুরি অবস্থার প্রেক্ষিতে মহামারি আইন চালু করতে উদ্যোগী হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার।

করোনার জেরে সুপ্রিম কোর্টে শুধু আইনজীবীরাই প্রবেশ করতে পারবেন। দিল্লি হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে, ১৬ মার্চ থেকে শুধু জরুরি মামলাগুলি শোনা হবে।

আজ রাহুল গাঁধীর টুইট, ‘‘আবার বলছি, করোনা একটি মস্ত বড় সমস্যা। একে উপেক্ষা করা কোনও সমাধান নয়।’’ গত ১২ ফেব্রুয়ারিও রাহুল টুইট করেছিলেন, ‘‘করোনা দেশবাসীর কাছে ও অর্থনীতির পক্ষে বড় বিপদ।’’

অন্য বিষয়গুলি:

Coronavirus India Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy