খাদে পড়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত বাসটি। ছবি: টুইটার।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। ওই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের স্বর্গওয়ারিতে।
পুলিশ সূত্রে খবর, বাসটি যাত্রী নিয়ে কেশওয়ান থেকে কিশ্তওয়াড়ের দিকে যাচ্ছিল। স্বর্গওয়ারির কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। রাস্তার ধারেই খাদ। যাত্রী-সহ বাস সেই খাদে গিয়ে পড়ে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, বাসটিতে অতিরিক্ত যাত্রী ছিল। সে কারণেই সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার হয়েছে। ২২ জন গুরুতর আহত। তাঁদের হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশের উদ্ধারকারী দল গিয়ে পৌঁছয়। এ দিন দুপুর পর্যন্ত পাওয়া খবর, উদ্ধারকাজ এখনও চলছে।
আরও পড়ুন:
৬ লক্ষ ৭০ হাজারের ‘কাটমানি’ ফেরত দিলেন তৃণমূল নেতারা, ‘মধ্যস্থতা’য় বিজেপি
মেয়ে হারিয়ে গিয়েছে, খুঁজতে গাড়িভাড়া চাইছে পুলিশ!
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেফবুবা মুফতি এবং ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও টুইট করেছেন।
Extremely saddened to learn about the loss of lives due to a road accident in Kishtwar, Jammu & Kashmir. My deepest condolences to the families of those who lost their loved ones. I pray of the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) July 1, 2019
Saddened to hear about the tragic accident in Kishtwar. Deepest condolences to families of the bereaved.
— Mehbooba Mufti (@MehboobaMufti) July 1, 2019
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy