বিএসপি সুপ্রিমো মায়াবতী। ছবি এএফপির সৌজন্যে।
১৫ জানুয়ারি ৬৩ তে পা দিয়েছেন বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী। রাজ্যজুড়ে তাঁর কর্মী সমর্থকরা ওই দিনটি পালনের জন্য জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সে রকমই উত্তরপ্রদেশের আমরোহাতেও ছিল মায়াবতীর জন্মদিন পালনের বিশেষ ব্যবস্থা। কিন্তু সেই অনুষ্ঠানের তাল কাটল কর্মীদের কেক খাওয়ার জন্য হুড়োহুড়িতে।
গত দু’দিন ধরে নেটদুনিয়ায় ঘোরাঘুরি করছে একটি ভিডিয়ো। ভিডিয়োটি উত্তরপ্রদেশের আমরোহাতে মায়াবতীর জন্মদিন পালনের অনুষ্ঠানের। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চে রাখা টেবিলের উপর বহুস্তরীয় একটি সুদৃশ্য কেক। আর মঞ্চের নীচে কেক খাওয়ার অপেক্ষায় এক দল সমর্থক। মুহূর্তে বদলে গেল দৃশ্য। মঞ্চের নীচে থাকা কর্মী সমর্থকরা কার্যত ঝাঁপিয়ে পড়লেন কেকের উপর।
এ দিক থেকে একটি হাত এসে কেকে এসে পড়ল, তো ও দিক থেকে আরও দু’টি।নেতারা ধমক দিয়েও থামাতে পারছিলেন না কর্মীদের। এ ভাবে বেশ কিছু ক্ষণ চলার পর কেকের নীচের অংশ ফাঁকা হতেই পড়ে গেল কেকটি।
#WATCH: People loot cake during an event in Amroha, on Bahujan Samaj Party (BSP) chief Mayawati's 63rd birthday today. pic.twitter.com/8Q4bDWdr66
— ANI UP (@ANINewsUP) January 15, 2019
ভিডিয়োটি ভাইরাল হলেও দলের তরফে অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পডুন: সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদেরদেশবিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy