গ্রাফিক: শৌভিক দেবনাথ।
দীপাবলিতে অযোধ্যার বিতর্কিত ভূমিতে ৫১০০ প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আপত্তি জানিয়েছে বাবরি মসজিদ অ্যাকশন কমিটি। এরই মধ্যে সোমবার থেকে শুরু হবে রাম জন্মভূমি মামলার শেষ পর্বের শুনানি। তার আগেই রবিবার অযোধ্যায় একেবারে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি করলেন জেলাশাসক অনুজ ঝা। তবে দর্শনার্থীদের যাতে সমস্যা না হয় সে দিকে নজর রাখা হবে। সোমবার থেকে সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি মামলার শুনানি শুরু হওয়ার কথা। ১৮ নভেম্বর রায় ঘোষণা হতে পারে। এরই মধ্যে শনিবার বিশ্ব হিন্দু পরিষদ জানায়, দীপাবলির সময়ে বিতর্কিত ভূমিতে ৫১০০ প্রদীপ জ্বালানোর দাবি নিয়ে ফৈজ়াবাদের ডিভিশনাল কমিশনার মনোজ মিশ্রের সঙ্গে দেখা করবে তারা। মিশ্র জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি মিলবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy