—ফাইল চিত্র।
পুলওয়ামার হামলায় রক্তের দাগ এখনও শুকোয়নি, তার মধ্যেই ফের জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত হলেন এক সেনা আধিকারিক।
সেনা সূত্রে খবর, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন ওই সেনা অফিসার। তখনই বিস্ফোরণ ঘটে। নওসেরা সেক্টরে ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে ওই বিস্ফোরক রাখা ছিল। সেনা সূত্রে আরও বলা হয়েছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। জোর কদমে তল্লাশি চালাচ্ছে সেনা। এই নিয়ে দ্বিতীয় বার আইইডি হামলা হল নওসেরা সেক্টরে। এর আগে এ বছরের ১১ জানুয়ারি আইইডি বিস্ফোরণে দুই জওয়ান ও এক সেনা নিহত হয়েছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ওই রাজ্যেরই পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপির কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জওয়ান। আহত হয়েছেন ৪১ জওয়ান। হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মহম্মদ।
আরও পড়ুন: সন্ত্রাসবাদকে রুখতে সরকারের পাশে আছি, সর্বদলীয় বৈঠকে বার্তা দিল বিরোধীরা
আরও পড়ুন: স্বামীর সঙ্গে কথা বলছিলেন ফোনে, আচমকা ভেসে এল বিকট শব্দ, তার পর সব চুপ
পুলওয়ামার এই ঘটনার পর গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছে দেশবাসী। বদলা নেওয়ার আওয়াজ উঠছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের কোনও ভাবেই ছাড়া হবে না। শাস্তি তারা পাবেই।” পাশাপাশি তিনি এটাও জানান, কোথায়, কখন, কী ভাবে প্রত্যাঘাত করা হবে তার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাকে। সিআরপিএফ-এর তরফে বলা হয়, “আমরা ভুলব না। ক্ষমা করব না। এর বদলা নেবই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy