Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Maharashtra Bitcoin Scam

মহারাষ্ট্রে ‘বিটকয়েন দুর্নীতি’ মামলার তদন্তের দায়িত্ব পেল সিবিআই, সন্দেহের তালিকায় সুপ্রিয়া, পাটোলে

রবীন্দ্রনাথ পাটিল নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অভিযোগ তুলেছেন, এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের সাংসদ-কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ২০১৮ সালের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ওই দুর্নীতিতে জড়িত।

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২২:৪৮
Share: Save:

বিধানসভা ভোটপর্বের ঠিক আগে মঙ্গলবার উঠেছিল অভিযোগ। বুধবার কেন্দ্রীয় এজেন্সি সিবিআই মহারাষ্ট্রে তথাকথিত ‘বিটকয়েন দুর্নীতি’র তদন্তের ভার হাতে নিল। সিবিআই জানিয়েছে, অমিত ভরদ্বাজ এবং আমন ভরদ্বাজ-সহ ছ’জন অভিযুক্তের নামে বুধবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

রবীন্দ্রনাথ পাটিল নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার অভিযোগ তুলেছেন, এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পওয়ারের সাংসদ-কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে ২০১৮ সালের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত ওই দুর্নীতিতে জড়িত। যদিও তাঁরা দু’জনেই অভিযোগ অস্বীকার করেছেন। ক্রিপ্টোকারেন্সি দুর্নীতির ওই মামলায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে রবীন্দ্রনাথকে।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি টেলিফোন কথোপকথন ছড়িয়ে পড়েছে। বিজেপির অভিযোগ, সেটিতে সুপ্রিয়া এবং পাটোলের গলা শোনা যাচ্ছে। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সিবিআই সূত্রের খবর, বিটকয়েন সংক্রান্ত ওই মামলায় সংস্রব থাকার তথ্য রয়েছে একটি সংস্থার বিরুদ্ধে। ওই সংস্থার আধিকারিক গৌরব মেহতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Crypto Currency CBI Bit Coin Maharashtra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy