এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে মহিলারা। সোমবার প্রয়াগরাজে। ছবি: পিটিআই।
সবুজে সবুজে ঢাকা মনসুর আলি পার্ক। রবিবার দুপুর নাগাদ মাটিতে শতরঞ্চি বিছিয়ে বসেন মেয়েরা। তাঁদের ঘিরে অগুণতি পুরুষ, কেউ দাঁড়িয়ে, কেউ বসে। সকলের মুখে ‘আজাদি’র গান।
না শাহিনবাগ নয়। যোগী আদিত্যনাথের রাজ্যের প্রয়াগরাজের একটি পার্ক। সিএএ ও এনআরসি-র প্রতিবাদ জানাতে রবিবার দুপুরে ওই পার্কে জড়ো হন এক দল মহিলা। সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ ভিড় বাড়তে থাকে সেখানে।
২৬ বছর বয়সি সারা আহমেদ বলেন, ‘‘আমরা এই অসাংবিধানিক আইন ও এনআরসি-র বিরোধী। আমরা, যে মহিলারা এখানে বসে আছি, সকলেই ভারতীয়। এখানে বিভিন্ন বয়সের মহিলারা রয়েছেন, আলাদা আলাদা ধর্মের। আমরাও শাহিনবাগের মতো প্রতিবাদ ধর্নায় বসছি। যদি ওই ঠান্ডায় দিল্লির মহিলারা প্রতিবাদ জানাতে পারেন, আমরাও কেন পারব না? আমরা এখানে টানা ২৪ ঘণ্টা প্রতিবাদ জানাব। ভবিষ্যতেও এমন প্রতিবাদের সাক্ষী হবে রাজ্য। আন্দোলন চলবে।’’ সারার কথায়, ‘‘আমার মতে, মেয়েদের সব চেয়ে বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, তাই মানবাধিকারের জন্য মেয়েদেরই সামনে থেকে প্রতিবাদ করা উচিত।’’
আরও পড়ুন: জামিয়া কাণ্ডে এফআইআরের আশ্বাস উপাচার্যের
সামনে বড় পরীক্ষা। তারই মধ্যে বিক্ষোভে যোগ দিয়েছেন ১৯ বছরের লাইবা শামিম। বলেন, ‘‘এই প্রতিবাদে শামিল ন সব বয়সের মানুষ। কেউ এলেই দেখতে পাবেন, ৫ থেকে ৭০...। বেশির ভাগই মহিলা ও বাচ্চা। আমরা সিএএ, এনআরসি মানি না। আমাদের প্রতিবাদের স্বর শুনতে বাধ্য ওরা।’’
উত্তরপ্রদেশে ইতিমধ্যেই সিএএ বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যোগী আদিত্যনাথের মন্ত্রী শ্রীকান্ত শর্মা আজ বলেন, ‘‘সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২১টি জেলা থেকে ৩২ হাজার শরণার্থীকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সংখ্যাটা আরও বাড়বে।’’
মনসুর আলি পার্কে ধর্নায় বসেছেন ৬২ বছরের গায়ত্রী গঙ্গোপাধ্যায়ও। বললেন, ‘‘বিক্ষোভকে সমর্থন জানাতে এসেছি। সারা রাত থাকব। ওঁরা পারলে, আমি কেন পারব না!’’ কিশোরী ছেলেমেয়ের মা ৪০ বছর বয়সি তারান্নুম খান জানান, অধিকারের লড়াইয়ে যোগ দিয়েছেন তিনি। বললেন, ‘‘সব সম্প্রদায়ের লোকজন রয়েছে এখানে। এটা আমাদের ধর্ম নয়, সাংবিধানিক অধিকারের লড়াই।’’
পুলিশ জানিয়েছে, তারা ধর্না প্রত্যাহারের আর্জি জানিয়েছেন। প্রয়াগরাজের এসএসপি সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ বলেন, ‘‘এক দল মহিলা জড়ো হয়েছেন পার্কে। পুলিশ মোতায়েন হয়েছে। ওরা মহিলাদের সঙ্গে কথা বলছেন। সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন ওঁরা। পরের পরিকল্পনা কী, জানি না। আমরা কথা চালিয়ে যাচ্ছি।’’ পঙ্কজ বলেন, ‘‘ওঁদের বুঝিয়ে যাচ্ছি, এত ঠান্ডায় বসে থাকার মানে হয় না। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy