আনন্দ মহীন্দ্রা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
যুক্তিপূর্ণ কথা ও বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করতে মহীন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহীন্দ্রার জুড়ি মেলা ভার। সম্প্রতি এক উইকএন্ডে বাড়িতে বসেছিলেন এই শিল্পপতি। ছুটির দিনে বাড়িতে হাল্কা মেজাজে যখন ছিলেন, তখন তাঁর স্ত্রী তাঁকে রান্না করার জন্য বলেন। স্ত্রীয়ের এই রান্নার জবাব মহীন্দ্রা যে ভাবে দিয়েছেন তা নিয়েই এখন মজায় মেতেছে নেট দুনিয়া।
উইকএন্ডে তাঁর বাড়ির কথা আনন্দ মহীন্দ্রা জানিয়েছেন টুইট করে। তবে রান্না করতে বলার পর স্ত্রীকে মুখে কোনও উত্তর দেননি তিনি। তবে উত্তর হিসাবে একটি ছবি স্ত্রীকে পাঠিয়েছিলেন তিনি। সেই ছবি তিনি পোস্ট করেছেন টুইটারে। তার পরই তা ভাইরাল হয়েছে।
সেই ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি থালার উপর রুটি রেখে ইস্ত্রি করছেন। এই ছবি দেখিয়ে মহীন্দ্রা তাঁর স্ত্রীকে বলতে চেয়েছেন, তাঁর রান্না করার পারদর্শিতা উপরের ওই ব্যক্তির মতোই।
A rainy weekend & we’re staying home. My wife asked me if I wanted to help cook some interesting dishes. I sent her this picture saying this is how I work & asked if she was sure my skills were relevant... pic.twitter.com/lKWYfnTphS
— anand mahindra (@anandmahindra) July 28, 2019
আরও পড়ুন: সিম্বার কোন গান শুনে সিটি দিচ্ছে এই পাখিটিও?
আরও পড়ুন: মত্ত অবস্থায় পুলিশকে চুম্বন করে গ্রেফতার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy