Advertisement
২৪ ডিসেম্বর ২০২৪
National News

দাঁড়িপাল্লার এক দিকে মোদী, অন্য দিকে পদ্ম, বিদেশ সফরের আগে দক্ষিণের মন্দিরে মন্দিরে পুজো

সুগন্ধী ঘি, বিশাল বিশাল পদ্ম ফুল আর বিশেষ রকমের লাল রঙের কলা দিয়ে গুরুভায়ুর মন্দিরে প্রায় এক ঘণ্টা ধরে ‘তুলাভরম’ সারলেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে দাঁড়িপাল্লার এক দিকে রাশি রাশি পদ্ম ফুল রেখে অন্য দিকে মোদীকে দাঁড় করিয়ে তাঁর ওজন মাপা হয় মন্দিরে।

কেরলের গুরুভায়ুর মন্দিরে প্রধানমন্ত্রী। শনিবার সকালে। ছবি- টুইটারের সৌজন্যে।

কেরলের গুরুভায়ুর মন্দিরে প্রধানমন্ত্রী। শনিবার সকালে। ছবি- টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ১২:০৮
Share: Save:

কেরল, অন্ধ্রপ্রদেশের মন্দিরে মন্দিরে পুজো দিয়ে মলদ্বীপ পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের বিদেশ সফরে তিনি মলদ্বীপ থেকে যাবেন শ্রীলঙ্কায়। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মোদীর প্রথম বিদেশ সফর।

রওনা হওয়ার আগে শনিবার কেরলের গুরুভায়ুর মন্দিরে পুজো দেন নরেন্দ্র মোদী। সুগন্ধী ঘি, বিশাল বিশাল পদ্ম ফুল আর বিশেষ রকমের লাল রঙের কলা দিয়ে গুরুভায়ুর মন্দিরে প্রায় এক ঘণ্টা ধরে ‘তুলাভরম’ সারেন প্রধানমন্ত্রী। প্রথা মেনে দাঁড়িপাল্লার এক দিকে রাশি রাশি পদ্ম ফুল রেখে অন্য দিকে মোদীকে বসিয়ে তাঁর ওজন মাপা হয় মন্দিরে।

দিল্লি থেকে প্রধানমন্ত্রী ত্রিচূড়ে পৌঁছন শুক্রবার রাতে। ওঠেন একটি সরকারি গেস্ট হাউসে। সকালে সেখান থেকে যান কোচি। পরে কোচি থেকে নৌবাহিনীর বিশেষ হেলিকপ্টারে এ দিন সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী মোদী পৌঁছন গুরুভায়ুর মন্দিরের কাছে শ্রীকৃষ্ণ কলেজ গ্রাউন্ডে। গুরুভায়ুর কেরলের ৫ হাজার বছরের পুরনো মন্দির। ২০০৮ সালে দ্বিতীয় বার গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর গুরুভায়ুরের শ্রীকৃষ্ণ মন্দিরে পুজো দিতে এসেছিলেন মোদী।

কেরলের গুরুভায়ুর মন্দিরে। শনিবার সকালে। ছবি- টুইটারের সৌজন্যে।

দেবদর্শনের পর প্রধানমন্ত্রী মোদী যাবেন বিজেপির কেরল রাজ্য কমিটি আয়োজিত ‘অভিনন্দন সভা’র জনসমাবেশে। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই মোদীর প্রথম জনসমাবেশ। সেখান থেকে মোদী কোচিতে ফিরে আসবেন দুপুরে। তার পর রওনা হবেন অন্ধ্রপ্রদেশ, তিরুমালায় ভেঙ্কটেশ্বরের মন্দিরে পুজো দিতে।

আরও পড়ুন- আসুন আলোচনায় বসি, নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আহ্বান ইমরানের​

আরও পড়ুন- নীতি আয়োগে মোদীর ডাক ফেরালেন মমতা, চিঠি মুখ্যমন্ত্রীর​

তার পরেই রওনা হবেন মলদ্বীপ। দু’দিনের বিদেশ সফরে সেখান থেকে যাবেন শ্রীলঙ্কায়। টুইট কের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, ‘‘সরকারের ‘প্রতিবেশীদের অগ্রাধিকার’ নীতিকে গুরুত্ব দিতেই এই বিদেশ সফর। যা আমাদের সামুদ্রিক প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটাকে আরও জোরদার করে তুলতে সাহায্য করবে।’’

প্রধানমন্ত্রী মোদীর সফরের আগেই অবশ্য কেরলে পৌঁছেছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। দিল্লি থেকে কোঝিকোড় আন্তর্জাতিক বিমানবন্দরে রাহুল নামেন শুক্রবার দুপুরে। লক্ষ্য, তাঁর নির্বাচন কেন্দ্র ওয়েইনাড়ে যাওয়া। আগামী দু’দিন সেখানে ১৪টি গণ-সংবর্ধনায় তাঁর হাজির থাকার কথা।

দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রথম বিদেশ সফরে মলদ্বীপে গিয়ে সেখানকার পার্লামেন্টে ভাষণ দেবেন মোদী। দেখা করবেন মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহর সঙ্গে। মলদ্বীপের উন্নয়নে অর্থ সাহায্য-সহ দু’দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হওয়ার কথা মোদীর এ বারের সফরে। তিনি ও মলদ্বীপের প্রেসিডেন্ট সেখানে যৌথ ভাবে উদ্বোধন করবেন দু’টি প্রতিরক্ষা প্রকল্পের। মলদ্বীপ সরকারের সম্মান ‘অর্ডার অফ নিশানিজুদ্দিন’ দিয়েও সম্মানিত করা হবে ভারতের প্রধানমন্ত্রীকে।

অন্য বিষয়গুলি:

Guruvayur temple Narendra Modi Overseas Trip নরেন্দ্র মোদী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy